শিরোনাম

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রীজ কর্পোরেশনের আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রীজ কর্পোরেশনের আগুন নিয়ন্ত্রণে
বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রীজ কর্পোরেশন ভবনের আগুন নিয়ন্ত্রণে কাজ করে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট (ছবি: সিটিজেন জার্নাল)

বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রীজ কর্পোরেশন (বিসিআইসি) ভবন এর বেজমেন্টে প্রাইভেটকারে বুধবার (২১ জানুয়ারি) আনুমানিক রাত পৌঁনে এগারোটার দিকে আগুন লাগে। আগুনের খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বাংলাদেশ ব্যাংকের সামনে থাকা ফায়ার সার্ভিসের একটি ইউনিউ বিসিআইসি ভবনের সামনে উপস্থিত হয়।

পরবর্তীতে ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার হেড কোয়ার্টার থেকে আরও দুটি ইউনিট যুক্ত হয়। কিছু সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কোন হতাহতের ঘটনা ঘটেনি।

ফায়ার সার্ভিসের সিদ্দিকবাজার স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার রুহুল আমিন মোল্লা সিটিজেন জার্নাল ২৪ ডট কমকে বলেন, ‘আমরা কট্রোলরুমের মাধ্যমে জানতে পারি বিসিআইসি (বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাষ্ট্রীজ কর্পোরেশন) ভবনে বেজমেন্টের মধ্যে একটি প্রাইভেট কারে অগ্নিকাণ্ড সংগঠিত হয়েছে। যেহেতু এটি মতিঝিল এলাকায়, বাংলাদেশ ব্যাংকে আমাদের একটি ইউনিট রাখা থাকে, সংবাদ পাওয়ার সাথে সাথে সেটি দুর্ঘটনা স্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে।’

এ সময় পুরো ভবনের বিদ্যুৎ ব্যবস্থা বন্ধ করে দেওয়া হয়। এ বিষয়ে ফায়ার সার্ভিসের কাছে জানতে চাওয়া হলে রুহুল আমিন মোল্লা বলেন, ‘যখন কোথাও অগ্নিকাণ্ড সংগঠিত হয় তখন বিদ্যুৎ লাইন যদি ওপেন থাকে কাজ করতে সমস্যা সৃষ্টি হয়। যদি কাজ করতে গিয়ে বিদ্যুৎ এর কারণে লোক আহত বা নিহত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বন্ধ করা, এছাড়া ভবনের বিদ্যুৎ সিষ্টেমে কোন সমস্যা হয়নি।’

/টিই/