আসছে নতুন ৫০০ টাকার নোট, কী আছে নকশায়

আসছে নতুন ৫০০ টাকার নোট, কী আছে নকশায়
সিটিজেন ডেস্ক

আগামীকাল বৃহস্পতিবার থেকে বাজারে ছাড়া হচ্ছে নতুন নকশার ৫০০ টাকার নোট। প্রাথমিকভাবে এই নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বিতরণ করা হবে, পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে। নতুন নোটটির নকশায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আছে। নতুন নোটে তা নেই। নতুন নোটের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে। নতুন নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সই আছে।
নতুন ৫০০ টাকার নোটের বৈশিষ্ট্য
বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত নতুন নকশার ৫০০ টাকার নোটটির আকার ১৫২ মিমি × ৬৫ মিমি। নোটের সম্মুখভাগে বাঁ পাশে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতাসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা।
পেছনভাগে মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, তার নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপে ‘500’ এবং ‘বাংলাদেশ ব্যাংক’–এর মনোগ্রাম। পুরো নোটে সবুজ রঙের আধিক্য দৃশ্যমান।
নিরাপত্তা বৈশিষ্ট্য
৫০০ টাকার এই নতুন নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগের ডান দিকের কোনায় মুদ্রিত মূল্যমান ‘500’ রং পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালি দ্বারা মুদ্রিত। এছাড়া নোটটি নাড়াচাড়া করলে এর রং সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয় এবং মূল্যমানের ভেতরে কোনাকুনিভাবে মুদ্রিত ‘৫০০’ লেখাটি দৃশ্যমান হয়।
নোটটির সম্মুখভাগের বাঁ পাশে ৪ মিমি চওড়া লাল রং এবং উজ্জ্বল স্বর্ণালি বারের সমন্বয়ে প্যাঁচানো নিরাপত্তা সুতা রয়েছে।
নোটটি নাড়াচাড়া করলে লাল অংশ সবুজ রঙে পরিবর্তিত হবে, যাতে ‘৫০০ টাকা’ খচিত রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে এবং স্বর্ণালি বার অংশ একটি উজ্জ্বল রংধনুর রঙের বারে রূপান্তরিত হয়ে ওপর থেকে নিচে চলতে দেখা যাবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগের ডান দিকে নিচে পাঁচটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।
এর আগে বাজারে ২০, ৫০, ১০০ ও ১০০০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়। এসব নোটের নতুন নকশা করে বাংলাদেশ ব্যাংক।

আগামীকাল বৃহস্পতিবার থেকে বাজারে ছাড়া হচ্ছে নতুন নকশার ৫০০ টাকার নোট। প্রাথমিকভাবে এই নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বিতরণ করা হবে, পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে। নতুন নোটটির নকশায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আছে। নতুন নোটে তা নেই। নতুন নোটের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে। নতুন নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সই আছে।
নতুন ৫০০ টাকার নোটের বৈশিষ্ট্য
বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত নতুন নকশার ৫০০ টাকার নোটটির আকার ১৫২ মিমি × ৬৫ মিমি। নোটের সম্মুখভাগে বাঁ পাশে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতাসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা।
পেছনভাগে মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, তার নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপে ‘500’ এবং ‘বাংলাদেশ ব্যাংক’–এর মনোগ্রাম। পুরো নোটে সবুজ রঙের আধিক্য দৃশ্যমান।
নিরাপত্তা বৈশিষ্ট্য
৫০০ টাকার এই নতুন নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগের ডান দিকের কোনায় মুদ্রিত মূল্যমান ‘500’ রং পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালি দ্বারা মুদ্রিত। এছাড়া নোটটি নাড়াচাড়া করলে এর রং সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয় এবং মূল্যমানের ভেতরে কোনাকুনিভাবে মুদ্রিত ‘৫০০’ লেখাটি দৃশ্যমান হয়।
নোটটির সম্মুখভাগের বাঁ পাশে ৪ মিমি চওড়া লাল রং এবং উজ্জ্বল স্বর্ণালি বারের সমন্বয়ে প্যাঁচানো নিরাপত্তা সুতা রয়েছে।
নোটটি নাড়াচাড়া করলে লাল অংশ সবুজ রঙে পরিবর্তিত হবে, যাতে ‘৫০০ টাকা’ খচিত রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে এবং স্বর্ণালি বার অংশ একটি উজ্জ্বল রংধনুর রঙের বারে রূপান্তরিত হয়ে ওপর থেকে নিচে চলতে দেখা যাবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগের ডান দিকে নিচে পাঁচটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।
এর আগে বাজারে ২০, ৫০, ১০০ ও ১০০০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়। এসব নোটের নতুন নকশা করে বাংলাদেশ ব্যাংক।

আসছে নতুন ৫০০ টাকার নোট, কী আছে নকশায়
সিটিজেন ডেস্ক

আগামীকাল বৃহস্পতিবার থেকে বাজারে ছাড়া হচ্ছে নতুন নকশার ৫০০ টাকার নোট। প্রাথমিকভাবে এই নোট বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে বিতরণ করা হবে, পরে ধাপে ধাপে কেন্দ্রীয় ব্যাংকের অন্যান্য শাখা থেকেও পাওয়া যাবে। নতুন নোটটির নকশায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছে বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।
বর্তমানে প্রচলিত ৫০০ টাকার নোটে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতি আছে। নতুন নোটে তা নেই। নতুন নোটের নকশায় কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি আছে। নতুন নোটে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সই আছে।
নতুন ৫০০ টাকার নোটের বৈশিষ্ট্য
বাংলাদেশ ব্যাংকের গভর্নর স্বাক্ষরিত নতুন নকশার ৫০০ টাকার নোটটির আকার ১৫২ মিমি × ৬৫ মিমি। নোটের সম্মুখভাগে বাঁ পাশে রয়েছে ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারের ছবি এবং মাঝখানে পাতাসহ প্রস্ফুটিত জাতীয় ফুল শাপলা।
পেছনভাগে মুদ্রিত হয়েছে বাংলাদেশ সুপ্রিম কোর্টের ছবি। জলছাপ হিসেবে রয়েছে রয়েল বেঙ্গল টাইগারের মুখ, তার নিচে উজ্জ্বল ইলেকট্রোটাইপে ‘500’ এবং ‘বাংলাদেশ ব্যাংক’–এর মনোগ্রাম। পুরো নোটে সবুজ রঙের আধিক্য দৃশ্যমান।
নিরাপত্তা বৈশিষ্ট্য
৫০০ টাকার এই নতুন নোটটিতে মোট ১০ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য সংযোজন করা হয়েছে। নোটের সম্মুখভাগের ডান দিকের কোনায় মুদ্রিত মূল্যমান ‘500’ রং পরিবর্তনশীল উন্নতমানের নিরাপত্তা কালি দ্বারা মুদ্রিত। এছাড়া নোটটি নাড়াচাড়া করলে এর রং সবুজ থেকে নীল রঙে পরিবর্তিত হয় এবং মূল্যমানের ভেতরে কোনাকুনিভাবে মুদ্রিত ‘৫০০’ লেখাটি দৃশ্যমান হয়।
নোটটির সম্মুখভাগের বাঁ পাশে ৪ মিমি চওড়া লাল রং এবং উজ্জ্বল স্বর্ণালি বারের সমন্বয়ে প্যাঁচানো নিরাপত্তা সুতা রয়েছে।
নোটটি নাড়াচাড়া করলে লাল অংশ সবুজ রঙে পরিবর্তিত হবে, যাতে ‘৫০০ টাকা’ খচিত রয়েছে, যা আলোর বিপরীতে ধরলে দৃশ্যমান হবে এবং স্বর্ণালি বার অংশ একটি উজ্জ্বল রংধনুর রঙের বারে রূপান্তরিত হয়ে ওপর থেকে নিচে চলতে দেখা যাবে। দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য নোটের সম্মুখভাগের ডান দিকে নিচে পাঁচটি ছোট বৃত্ত রয়েছে, যা হাতের স্পর্শে অসমতল অনুভূত হয়।
এর আগে বাজারে ২০, ৫০, ১০০ ও ১০০০ টাকার নতুন নোট বাজারে ছাড়া হয়। এসব নোটের নতুন নকশা করে বাংলাদেশ ব্যাংক।