
সরকারি মালিকানাধীন নতুন ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি’ আনুষ্ঠানিকভাবে কার্যক্রম শুরু করেছে। আজ মঙ্গলবার (২ ডিসেম্বর) রাজধানীর মতিঝিলের সেনা কল্যাণ ভবনে প্রতিষ্ঠানের নতুন প্রধান কার্যালয়ে দাপ্তরিক কাজ শুরু হয়।

লোকবল সংকটের কারণে এই পর্যবেক্ষণ কার্যক্রমে বাংলাদেশ ইন্স্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ)

সমস্যাগ্রস্ত ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) অবসায়নের অনুমোদন দিয়েছে বাংলাদেশ ব্যাংক। গভর্নর আহসান এইচ মনসুরের সভাপতিত্বে ৩০ নভেম্বর অনুষ্ঠিত কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সভায় এ বিষয়ে অনুমোদন হয়েছে।

বাংলাদেশ ব্যাংক থেকে চূড়ান্ত অনুমোদনের মাধ্যমে দেশের সবচেয়ে বড় ও সরকারি ইসলামী ব্যাংক ‘সম্মিলিত ইসলামী ব্যাংক’-এর কার্যক্রম শুরু হলো।

বাংলাদেশ অর্থনৈতিক সম্মেলন ২০২৫

অপরিহার্য কারণ ছাড়া ব্যাংক কর্মকর্তা ও কর্মচারীদের বিদেশ ভ্রমণ না করার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

২৫ বছরের মধ্যে সর্বোচ্চ
চলতি বছরের জুন পর্যন্ত দেশের ব্যাংকিং খাতে মোট বিতরণকৃত ঋণের ৩৪ দশমিক ৬ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে—যা ২০০০ সালের পর সর্বোচ্চ। এতে আবারও স্পষ্ট হয়েছে ব্যাংকিং খাতের গভীর সংকট ও দীর্ঘদিনের দুর্বল ব্যবস্থাপনার ফল।

সোমবার (২৪ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ থেকে এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়েছে।

খেলাপি ঋণগ্রহীতা
খেলাপি ঋণগ্রহীতাদের জন্য নীতি সহায়তার পরিধি আরো বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ৩০ নভেম্বর পর্যন্ত বিরূপমানে থাকা সব খেলাপি ঋণ এখন বিশেষ সুবিধায় পুনঃতফসিলের সুযোগ পাবে। ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানের ব্যবসা ও আর্থিক কাঠামো পুনর্গঠনে নতুন করে এই ছাড় দেওয়া হয়েছে।

অমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ জারি
দেশের ব্যাংকিং খাতে আমানতকারীদের সুরক্ষা নিশ্চিত করতে অমানত সুরক্ষা অধ্যাদেশ ২০২৫ জারি করেছে সরকার। এর ফলে কোনো ব্যাংক বা ফাইন্যান্স কোম্পানি অবসায়ণ বা বন্ধ হয়ে গেলে সাধারণ আমানতকারীরা তাৎক্ষণিকভাবে সর্বোচ্চ দুই লাখ টাকা ফেরত পাবেন।

২০২৭ সালের মধ্যে দেশের সব আর্থিক প্রতিষ্ঠানকে একটি অভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে এনে তাৎক্ষণিক আন্তঃলেনদেন (ইনস্ট্যান্ট পেমেন্ট) চালু করার পরিকল্পনা করছে বাংলাদেশ ব্যাংক।

জানা গেছে, কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল ছাড়াও ঢাকার সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী

এ সংশোধনীসমূহ পর্যালোচনা করা বেশ সময়সাপেক্ষ। বিভিন্ন ধারায় কোম্পানি আইন, ব্যাংকিং আইনসহ অন্যান্য বিধানের রেফারেন্স যুক্ত করা হয়েছে,


উচ্চ মূল্যস্ফীতি, কর্মসংস্থানের সংকোচন ও মানুষের সঞ্চয় কমে যাওয়ার মধ্যেও দেশে এজেন্ট ব্যাংকিং বিস্তৃত হয়েছে নীরব বিপ্লবের মতো। ব্যাংকের শাখায় না গিয়েও গ্রাহককে আর্থিক সেবা দেওয়ার এ পদ্ধতি এক দশকে বদলে দিয়েছে গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলের ব্যাংকিং চিত্র। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ তথ্য বলছে, গ্রাহক..


খেলাপি ঋণ অবলোপনে থাকা সময়সীমার বাধা তুলে দিয়ে নতুন নির্দেশনা জারি করেছে দেশের সব তফসিলি ব্যাংকের অভিভাবক বাংলাদেশ ব্যাংক। এখন থেকে কোনো ঋণ মন্দ বা ক্ষতিজনক হিসেবে শ্রেণিকৃত হলে এবং তা আদায় হওয়ার সম্ভাবনা না থাকলে সময়সীমার অপেক্ষা না করে অবলোপন করা যাবে।

শরীয়াহ নীতিমালা সঠিকভাবে অনুসরণ না করায় ইসলামী ব্যাংকগুলো থেকে কোটি কোটি টাকা লুট করা হয়েছে। এছাড়া ডকুমেন্টেশন ত্রুটি ও প্রযুক্তিগত দুর্বলতার কারণে ব্যাংকগুলোতে পরিচালনাগত ঝুঁকি বাড়ছে বলে মনে করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম)।

এখন থেকে বাংলাদেশি নাগরিকরা দেশে বসেই আন্তর্জাতিক কার্ড ব্যবহার করে বিদেশি রুটের বিমানের টিকিট কিনতে পারবেন। গ্রাহকদের সুবিধা এবং টিকিটের প্রতিযোগিতামূলক মূল্য নিশ্চিত করতে বাংলাদেশ ব্যাংক এ সিদ্ধান্ত নিয়েছে।

চলতি মাসের প্রথম ১৮ দিনে দেশে রেমিট্যান্স এসেছে ১৯০ কোটি ৪০ লাখ মার্কিন ডলার। এ হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ১০ কোটি ৫৮ লাখ ডলার রেমিট্যান্স। আজ বুধবার (১৯ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।