
অবলুপ্ত হওয়া ৫ ব্যাংকের আমানতকারীরা আগামী ২ বছরের মধ্যে টাকা ফিরে পেতে পারেন বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) ৫ ব্যাংকের বিষয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন।

বাংলাদেশ ব্যাংকের সঙ্গে সমঝোতার ভিত্তিতে অতিরিক্ত ঋণের প্রতি মনোযোগ কমাতে নির্দিষ্ট শাখাভিত্তিক অ্যাকশন প্ল্যান বাস্তবায়ন করছে সোনালী ব্যাংক।

বৈদেশিক মুদ্রাবাজারে স্থিতিশীলতা বজায় রাখতে আরও ২২ কোটি ৩৫ লাখ মার্কিন ডলার কিনেছে বাংলাদেশ ব্যাংক। দেশের ১৪টি বাণিজ্যিক ব্যাংক থেকে এই ডলার কেনা হয়েছে। মঙ্গলবার (৬ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

সম্মিলিত ইসলামী ব্যাংক
ব্যাংকটি থেকে ১০৭ কোটি ৭৭ লাখ টাকা উত্তোলনের বিপরীতে ৪৪ কোটি টাকা নতুন আমানত এসেছে, যা গ্রাহকদের আস্থার প্রতিফলন বলে মন্তব্য করেছেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর।

৯০৩ কোটি টাকা আত্মসাৎ
পরস্পর যোগসাজশে ৯০৩ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গর্ভনর ও ন্যাশনাল ব্যাংকের সাবেক পর্যবেক্ষক কবির আহাম্মদসহ ২৬ জনের নামে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বাংলাদেশের ব্যাংক খাতে তদারকি ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আনছে বাংলাদেশ ব্যাংক। প্রথাগত পরিদর্শন পদ্ধতির পরিবর্তে এখন থেকে ঝুঁকিভিত্তিক বা (আরবিএস) কাঠামোর আওতায় ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোর তদারকি করা হবে।

চলতি অর্থবছরের দ্বিতীয় (জানুয়ারি- জুন) মেয়াদের মুদ্রানীতি জানুযারির শেষ সপ্তাহে ঘোষণা করা হবে। কেন্দ্রীয় ব্যাংক ইতোমধ্যেই প্রস্তুতি শুরু করেছে। নীতি নির্ধারণে দেশের খ্যাতিমান অর্থনীতিবিদ, ব্যবসায়ী ও সাবেক গভর্নরদের সঙ্গে মতবিনিময় করা হয়েছে।

ফিরে দেখা: ২০২৫
নানা চড়াই-উতরাই, নীতি নির্ধারণী বিতর্ক এবং আইনি সংস্কারের ডামাডোলে শেষ হয়ে যাচ্ছে আরেকটি বছর। টালমাটাল অর্থনীতি আর নিত্যপণ্যের পাগলা ঘোড়ার লাগাম টানতে টানতে চলে এসেছে ক্যালেন্ডারের শেষ পৃষ্ঠা। দেশে মূল্যস্ফীতি, জিডিপি, রপ্তানী, বিনিয়োগ, খেলাপি ঋণ আদায়ের চ্যালেঞ্জ

দেশের অর্থনীতির জন্য ২০২৫ সাল যেন একটু স্বস্তির বছর হয়ে এসেছিল প্রবাসীদের হাত ধরেই। বিদায়ী বছরে বাংলাদেশ রেমিট্যান্স আয়ে গড়েছে নতুন ইতিহাস।

আবারও কমেছে সঞ্চয়পত্রে মুনাফা
বছরের প্রথম দিনেই সরকার জাতীয় সঞ্চয় অধিদপ্তরের আওতায় পরিচালিত সঞ্চয় কর্মসূচিগুলোর মুনাফার হার আবারও কমিয়ে পুনর্নির্ধারণ করেছে। নতুন হারে সর্বোচ্চ মুনাফা হবে ১০ দশমিক ৫৯ শতাংশ এবং সর্বনিম্ন ৮ দশমিক ৭৪ শতাংশ। বৃহস্পতিবার (১ জানুয়ারি) থেকে কার্যকর হবে।

নতুন বছরের প্রথম দিন থেকে স্বাভাবিক লেনদেন করতে পারছেন একীভূত করে গঠন হওয়া পাঁচ ব্যাংকের গ্রাহকরা। বৃহস্পতিবার (১ জানুয়ারি) একীভূত হওয়া ব্যাংকগুলোর বেশ কয়েকটি শাখায় খোঁজ নিয়ে এ তথ্য জানা গেছে।

দুর্বল পাঁচ ইসলামী ব্যাংক নিয়ে গঠিত সম্মিলিত ইসলামি ব্যাংক এবার তাদের লোগো উন্মোচন করেছে। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংক তাদের অফিসিয়াল মিডিয়া হোয়াটসঅ্যাপ গ্রুপে এ লোগো প্রকাশ করে।

সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীদের অর্থ সম্পূর্ণ নিরাপদ থাকবে এবং পর্যায়ক্রমে তা উত্তোলনের সুযোগ দেয়া হবে। কোনো আমানতকারীর টাকা হারিয়ে যাবে না—এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক ও সংশ্লিষ্ট ব্যাংক কর্তৃপক্ষ প্রতিশ্রুতিবদ্ধ বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান।

চলতি মাসে প্রবাসী আয়ে উল্লেখযোগ্য প্রবৃদ্ধি দেখা গেছে। ডিসেম্বরের প্রথম ২৭ দিনে দেশে এসেছে ২৭৫ কোটি মার্কিন ডলার, যা দেশীয় মুদ্রায় প্রায় ৩৩ হাজার ৫৭৪ কোটি টাকা (প্রতি ডলার ১২২ টাকা হিসাবে)।

প্রজ্ঞাপন জারি
একীভূত হওয়া ৫ ব্যাংকের শেয়ারহোল্ডারদের শেয়ারমূল্য শূন্য ঘোষণা করেছে বাংলাদেশ ব্যাংক। ফলে আনুষ্ঠানিকভাবে ব্যাংকগুলোর ওপর কর্তৃত্ব হারাচ্ছেন মালিকরা।

৪ ব্যাংক থেকে কেনা হলো আরও ৬ কোটি ডলার
আসন্ন রমজানকে সামনে রেখে দেশে আমদানি চাহিদা বাড়তে শুরু করেছে। রমজানকেন্দ্রিক ভোগ্যপণ্যসহ বিভিন্ন পণ্যের অগ্রিম আমদানির চাপ বাড়ায় বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের জোর চাহিদা তৈরি হয়েছে।

চলতি মাসের শুরুতেই প্রবাসী আয়ের (রেমিট্যান্স) প্রবাহে ঊর্ধ্বগতি দেখা গেছে। ডিসেম্বরের প্রথম ১৭ দিনে দেশে এসেছে প্রায় ২০০ কোটি ডলার বা ২ বিলিয়ন ডলারের রেমিট্যান্স। এই ধারা অব্যাহত থাকলে মাস শেষে প্রবাসী আয় সাড়ে ৩ বিলিয়ন ডলারের বেশি হতে পারে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

তথ্য গোপন না করায় দেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার এখন ৩৭ শতাংশ ছাড়িয়েছে বলে জানিয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর।

২০২৪-২৫ অর্থবছরে রাষ্ট্রায়ত্ব রূপালী ব্যাংক পিএলসি রেমিট্যান্স সংগ্রহে সমগ্র ব্যাংকিং খাতে অষ্টম স্থান অর্জন করেছে।

বাংলাদেশ কৃষি ব্যাংক ২০২৪–২০২৫ অর্থবছরে রেমিট্যান্স সংগ্রহে চতুর্থ স্থান অধিকার করার স্বীকৃতিস্বরূপ ‘রেমিট্যান্স অ্যাওয়ার্ড-২০২৫’ অর্জন করেছে।