শিরোনাম

পেছালো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন

রূপগঞ্জ প্রতিনিধি
পেছালো ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধন
৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। ছবি: সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোকের কারণে ৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করা হয়েছে। ২০২৬ সালের ১ জানুয়ারি মেলার উদ্বোধনের কথা থাকলেও এখন তা অনুষ্ঠিত হবে আগামী ৩ জানুয়ারি (শনিবার)।

এ তথ্য নিশ্চিত করেছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ইপিবির উপ-পরিচালক মো. রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রাষ্ট্রীয় শোক পালনের সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে মেলার উদ্বোধনী অনুষ্ঠান পুনর্নির্ধারণ করা হয়েছে।

এর আগে মঙ্গলবার দুপুরে জাতির উদ্দেশে দেওয়া ভাষণে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বুধবার থেকে শুক্রবার (৩১ ডিসেম্বর, ১ ও ২ জানুয়ারি) পর্যন্ত তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেন।

ইপিবির পক্ষ থেকে জানানো হয়, জাতীয় কর্মসূচি ও শোক দিবসের মর্যাদা বজায় রাখতেই ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলার সূচিতে এই পরিবর্তন আনা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করে আগামী ৩ জানুয়ারি মেলার উদ্বোধন করা হবে।

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা দেশের সবচেয়ে বড় বাণিজ্যিক প্রদর্শনীর একটি। দেশীয় ও আন্তর্জাতিক উদ্যোক্তাদের অংশগ্রহণে প্রতি বছর এই মেলা বাণিজ্য ও শিল্পখাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।