দুদিন পেছালো বাণিজ্যমেলা

দুদিন পেছালো বাণিজ্যমেলা
নিজস্ব প্রতিবেদক

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি)। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের মধ্যে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম হবে না। মেলা দুইদিন পেছানো হয়েছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইপিবি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করার কথা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। কিন্তু শোক পালনের কারণে মেলার উদ্বোধন কার্যক্রম স্থগিত করা হয়েছে। ৩ জানুয়ারি মেলা উদ্বোধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে ১ জানুয়ারি মেলা শুরুর সব কার্যক্রম সম্পন্ন ছিল বলে সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি)। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের মধ্যে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম হবে না। মেলা দুইদিন পেছানো হয়েছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইপিবি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করার কথা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। কিন্তু শোক পালনের কারণে মেলার উদ্বোধন কার্যক্রম স্থগিত করা হয়েছে। ৩ জানুয়ারি মেলা উদ্বোধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে ১ জানুয়ারি মেলা শুরুর সব কার্যক্রম সম্পন্ন ছিল বলে সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।

দুদিন পেছালো বাণিজ্যমেলা
নিজস্ব প্রতিবেদক

৩০তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা শুরু হওয়ার কথা ছিল আগামী বৃহস্পতিবার (১ জানুয়ারি)। তবে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তিন দিনের রাষ্ট্রীয় শোকের মধ্যে এই মেলার আনুষ্ঠানিক উদ্বোধন কার্যক্রম হবে না। মেলা দুইদিন পেছানো হয়েছে বলে জানিয়েছে রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি)।
মঙ্গলবার (৩০ ডিসেম্বর) উপপরিচালক (সিনিয়র সহকারী সচিব) মো. রফিকুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ইপিবি এ তথ্য জানিয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ জানুয়ারি পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এই মেলার উদ্বোধন করার কথা ছিল প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের। কিন্তু শোক পালনের কারণে মেলার উদ্বোধন কার্যক্রম স্থগিত করা হয়েছে। ৩ জানুয়ারি মেলা উদ্বোধনের সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এদিকে ১ জানুয়ারি মেলা শুরুর সব কার্যক্রম সম্পন্ন ছিল বলে সোমবার (২৯ ডিসেম্বর) এক সংবাদ সম্মেলনে জানান বাণিজ্য সচিব মাহবুবুর রহমান।




