শিরোনাম

বুধবার ৩টা পর্যন্ত দোকানপাট বন্ধের সিদ্ধান্ত

জ্যেষ্ঠ-প্রতিবেদক
বুধবার ৩টা পর্যন্ত দোকানপাট বন্ধের সিদ্ধান্ত
আগামীকাল দুপুর তিনটা পর্যন্ত দেশের সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি। ছবি: সংগৃহীত

তিনবারের প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক জানাতে আগামীকাল বুধবার (৩১ ডিসেম্বর) দুপুর তিনটা পর্যন্ত দেশের সব দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মালিক সমিতি।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি ও ঢাকা মহানগর দোকান ব্যবসায়ী মালিক সমিতির জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেয়া হয়।

সংগঠনটির পক্ষ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বুধবার (৩১ ডিসেম্বর) রাষ্ট্রীয় শোক পালন ও বেগম খালেদা জিয়ার জানাজায় অংশগ্রহণের জন্য ঢাকাসহ বাংলাদেশের সকল দোকান, শপিং মল দুপুর তিনটা পর্যন্ত বন্ধ রাখা হবে।