শিরোনাম

মোবাইল ফোন আমদানিতে কর কমানো হয়েছে: প্রেস সচিব

নিজস্ব প্রতিবেদক
মোবাইল ফোন আমদানিতে কর কমানো হয়েছে: প্রেস সচিব
উপদেষ্টা পরিষদের বৈঠকে মোবাইল ফোন খাতে কর হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মোবাইল ফোন আমদানি ও দেশীয় উৎপাদন– উভয় ক্ষেত্রেই খরচ কমবে।

সরকার মোবাইল ফোন আমদানিতে কর কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এতে আমদানিকৃত মোবাইল ফোনে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। একই সঙ্গে দেশে উৎপাদিত মোবাইল ফোনের ক্ষেত্রে কর ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করা হয়েছে।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকালে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমির মিলনায়তনে আয়োজিত এক ব্রিফিংয়ে এ তথ্য জানান প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।

তিনি বলেন, উপদেষ্টা পরিষদের বৈঠকে মোবাইল ফোন খাতে কর হ্রাসের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর ফলে মোবাইল ফোন আমদানি ও দেশীয় উৎপাদন– উভয় ক্ষেত্রেই খরচ কমবে। তিনি আশা প্রকাশ করেন, এই সিদ্ধান্তের মাধ্যমে বাংলাদেশে মোবাইল ফোন শিল্প আরও বিস্তৃত হবে এবং দেশীয় উৎপাদনে নতুন উদ্যোক্তারা বিনিয়োগে আগ্রহী হবেন।

প্রেস সচিব আরও বলেন, সরকারের এই উদ্যোগ দেশীয় মোবাইল ফোন ম্যানুফ্যাকচারিং খাতকে উৎসাহিত করবে এবং প্রযুক্তি শিল্পের বিকাশে ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করা হচ্ছে।

/এসএ/