শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা দ্রুত ক্লাস শুরুর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন।
আজ রবিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন।
এর আগে দুপুরে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে শাহবাগে এসে স্লোগান দিতে দিতে অবস্থান নেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাস শুরু না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করতে হবে, অন্যথায় রাজপথেই আন্দোলন অব্যাহত থাকবে বলে তাদের হুঁশিয়ারি।
আরেক শিক্ষার্থী ফয়সাল আহমেদ টুটুল বলেন, “আমাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলছে। আজকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব।”
সাইফ মাহমুদ নিশাদ নামের আরেক বলেন, “বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ক্লাস এখনো শুরু হয়নি।”
গত ২৩ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট ক্লাস শুরুর তারিখ এবং সাবজেক্ট–কলেজ চয়েজের ফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নির্বাচিত শিক্ষার্থীদের ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। আর ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ক্লাস শুরু হয়নি।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার মেধাতালিকা তৈরি করা হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরসহ মোট ১২০ নম্বরের ভিত্তিতে। তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল প্রায় ৭২ হাজার। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২২ আগস্ট, আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হয় ২৩ আগস্ট।

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা দ্রুত ক্লাস শুরুর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন।
আজ রবিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন।
এর আগে দুপুরে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে শাহবাগে এসে স্লোগান দিতে দিতে অবস্থান নেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাস শুরু না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করতে হবে, অন্যথায় রাজপথেই আন্দোলন অব্যাহত থাকবে বলে তাদের হুঁশিয়ারি।
আরেক শিক্ষার্থী ফয়সাল আহমেদ টুটুল বলেন, “আমাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলছে। আজকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব।”
সাইফ মাহমুদ নিশাদ নামের আরেক বলেন, “বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ক্লাস এখনো শুরু হয়নি।”
গত ২৩ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট ক্লাস শুরুর তারিখ এবং সাবজেক্ট–কলেজ চয়েজের ফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নির্বাচিত শিক্ষার্থীদের ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। আর ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ক্লাস শুরু হয়নি।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার মেধাতালিকা তৈরি করা হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরসহ মোট ১২০ নম্বরের ভিত্তিতে। তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল প্রায় ৭২ হাজার। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২২ আগস্ট, আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হয় ২৩ আগস্ট।

শিক্ষার্থীদের শাহবাগ অবরোধ
নিজস্ব প্রতিবেদক

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির (প্রস্তাবিত) ২০২৪–২৫ শিক্ষাবর্ষের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের শিক্ষার্থীরা দ্রুত ক্লাস শুরুর দাবিতে শাহবাগ মোড় অবরোধ করেছেন।
আজ রবিবার (৩০ নভেম্বর) বেলা আড়াইটার দিকে তারা এই কর্মসূচি শুরু করেন।
এর আগে দুপুরে শিক্ষার্থীরা সায়েন্স ল্যাব মোড় অবরোধ করে অবস্থান কর্মসূচি পালন করেন। পরে সেখান থেকে শাহবাগে এসে স্লোগান দিতে দিতে অবস্থান নেন তারা।
আন্দোলনকারী শিক্ষার্থীরা জানান, কর্তৃপক্ষের দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ী নির্ধারিত সময়ে ক্লাস শুরু না হওয়ায় তারা আন্দোলনে নেমেছেন। যত দ্রুত সম্ভব ক্লাস শুরু করতে হবে, অন্যথায় রাজপথেই আন্দোলন অব্যাহত থাকবে বলে তাদের হুঁশিয়ারি।
আরেক শিক্ষার্থী ফয়সাল আহমেদ টুটুল বলেন, “আমাদের প্রতিনিধি দলের সঙ্গে আলোচনা চলছে। আজকের সিদ্ধান্তের ওপর ভিত্তি করেই আমরা পরবর্তী কর্মসূচি ঠিক করব।”
সাইফ মাহমুদ নিশাদ নামের আরেক বলেন, “বেশিরভাগ বিশ্ববিদ্যালয়ে ২০২৫–২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের ক্লাস এখনো শুরু হয়নি।”
গত ২৩ সেপ্টেম্বর রাতে বিশ্ববিদ্যালয়ের আন্ডারগ্র্যাজুয়েট ক্লাস শুরুর তারিখ এবং সাবজেক্ট–কলেজ চয়েজের ফল প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, নির্বাচিত শিক্ষার্থীদের ২৫ অক্টোবরের মধ্যে ভর্তি সম্পন্ন করতে হবে। আর ৩০ অক্টোবর থেকে ক্লাস শুরু হবে। কিন্তু নির্ধারিত সময় পার হলেও ক্লাস শুরু হয়নি।
উল্লেখ্য, ভর্তি পরীক্ষার মেধাতালিকা তৈরি করা হয়েছে এসএসসি ও এইচএসসি পরীক্ষার নম্বরসহ মোট ১২০ নম্বরের ভিত্তিতে। তিন ইউনিটে ১১ হাজার ১৫০টি আসনের বিপরীতে আবেদন পড়েছিল প্রায় ৭২ হাজার। কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয় ২২ আগস্ট, আর বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হয় ২৩ আগস্ট।