ব্রেকিং
মোবাইল ব্যবসায়ীদের কারওয়ান বাজার মোড় অবরোধ
মোবাইল ব্যবসায়ীদের কারওয়ান বাজার মোড় অবরোধ। ছবি: প্রতিবেদক।

ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) সংস্কারসহ তিন দফা দাবি আদায়ে কারওয়ান বাজার মোড় অবরোধ করেছে মোবাইল ব্যবসায়ীরা। আজ বুধবার (১০ ডিসেম্বর) সন্ধ্যা ৬ টার দিকে মোবাইল ব্যবসায়ীরা রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে।

প্রায় ৫ শতাধিক ব্যবসায়ী অবস্থান নিয়েছেন কারওয়ান বাজার মোড়ে। এ সময় আন্দোলনকারীরা বলেন, আমাদের দাবি যৌক্তিক। আমাদের ন্যায্য দাবি মেনে নিতে হবে।

রাস্তা অবরোধ করার কারণে রাস্তায় তীব্র যানযটের সৃষ্টি হয়েছে।

রাস্তা অবরোধ করা মোবাইল ব্যবয়ায়ীদের দাবিগুলো হলো- মোবাইল ফোন আমদানিতে ৫৭ শতাংশ ট্যাক্স কমিয়ে ১০-১২ শতাংশে নামিয়ে আনা, এনইআইআর সংস্কার, মোবাইল ফোন বাজারে সিন্ডিকেট প্রথা বাতিল এবং বৈধভাবে মোবাইল আমদানির সুযোগ উন্মুক্ত করা।