শিরোনাম

২০ ঘণ্টা পর মুক্ত জবি উপাচার্য

জবি প্রতিনিধি
২০ ঘণ্টা পর মুক্ত জবি উপাচার্য
আন্দোলনকারী শিক্ষার্থীদের উদ্দেশে বক্তব্য রাখেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দিন। ছবি: সিটিজেন জার্নাল

দীর্ঘ ২৬ ঘণ্টা পর অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শারমীন। শিক্ষার্থীরা বিশেষ বৃত্তির প্রথম কিস্তিতে অন্তর্ভুক্তির দাবিতে প্রশাসনিক ভবন ঘেরাও করলে তারা ভেতরে অবরুদ্ধ হয়ে পড়েন।

সোমবার (২৬ জানুয়ারি) দুপুর ১২টায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. রইছ উদ্দিনের দেওয়া প্রতিশ্রুতির পর আন্দোলনরত শিক্ষার্থীরা অবরোধ কর্মসূচি প্রত্যাহার করেন।

শিক্ষার্থীরা জানান, আগামীকাল মঙ্গলবার (২৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ওই সভায় ২০তম ব্যাচের শিক্ষার্থীদের বিশেষ বৃত্তির প্রথম কিস্তিতে অন্তর্ভুক্তির বিষয়টি আলোচনায় আনা হবে– এ মর্মে শিক্ষক সমিতির সভাপতি তাদের আশ্বস্ত করেছেন।

প্রসঙ্গত, বিশেষ বৃত্তির প্রথম কিস্তিতে অন্তর্ভুক্তির দাবিতে রবিবার (২৫ জানুয়ারি) সকাল ৯টা থেকে ২০তম ব্যাচের শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু করেন। কর্মসূচির একপর্যায়ে দুপুর ১২টার দিকে আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন।

এর আগে, সকালে আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি কলাভবন, শহীদ সাজিদ ভবন ও বিজ্ঞান অনুষদের সামনে দিয়ে প্রদক্ষিণ করে প্রশাসনিক ভবনের সামনে এসে শেষ হয়। পরে সেখানেই প্রশাসনিক ভবন ঘেরাও করে অবস্থান কর্মসূচি পালন করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

/এফসি/