শিরোনাম

৪২ বাংলাদেশিসহ ১৩১ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া

সিটিজেন-ডেস্ক­
৪২ বাংলাদেশিসহ ১৩১ অভিবাসীকে ফেরত পাঠালো মালয়েশিয়া
ছবি: সংগৃহীত

বাংলাদেশিসহ ১৩১ জন অভিবাসীকে তাদের নিজ নিজ দেশে ফেরত পাঠিয়েছে দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মালয়েশিয়া। জানুয়ারির তৃতীয় সপ্তাহে জোহরের পাইনঅ্যাপল টাউন ইমিগ্রেশন ডিটেনশন ডিপোতে থাকা বিভিন্ন দেশের এসব বিদেশি বন্দিকে ফেরত পাঠানো হয়।

তাদের মধ্যে রয়েছে— মিয়ানমারের ৬৫ জন, বাংলাদেশের ৪২ জন, থাইল্যান্ডের ৯ জন, ভারতের ৮ জন, নেপালের ৪ জন, ইরাকের ২ জন এবং ইয়েমেনের ১ জন।

বন্দিদের কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর ও রানতাউ পাঞ্জাং আইসিকিউএস কমপ্লেক্সের মাধ্যমে ফেরত পাঠানো হয়েছে।

মালয়েশিয়ার ইমিগ্রেশন বিভাগ জানিয়েছে, প্রত্যাবাসিত সকল বন্দির নাম তাদের বিভাগীয় সিস্টেমে ব্ল্যাকলিস্ট করা হয়েছে। নির্ধারিত সময়সীমা পর্যন্ত তারা কোনো উদ্দেশ্যেই মালয়েশিয়ায় পুনঃপ্রবেশ করতে পারবেন না।

জোহর রাজ্য ইমিগ্রেশন বিভাগ নিয়মিতভাবে এই বন্দি স্থানান্তর কার্যক্রম পরিচালনা করছে, যাতে সাজা শেষ করা বন্দিরা দেশে থেকে না যান এবং ডিটেনশন ডিপোতে অতিরিক্ত বন্দির চাপ সৃষ্টি না হয়।

/জেএইচ/