বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে মালয়েশিয়ায় নৌকাডুবি

বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে মালয়েশিয়ায় নৌকাডুবি
আন্তর্জাতিক-জার্নাল

মালয়েশিয়ার পেরাক দ্বীপের উত্তর-পূর্ব সমুদ্রসীমায় একটি নৌকা ডুবে এক ব্যক্তি মারা গেছেন। নৌকাটিতে বাংলাদেশিসহ মোট ১৯ জন আরোহী ছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে রয়্যাল মালয়েশিয়ান নেভির যুদ্ধজাহাজ কেডি লেদাং ঘটনাস্থল থেকে লাইফ জ্যাকেট পরা অবস্থায় ভাসতে থাকা ১৮ জনকে জীবিত উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিউ স্ট্রেইট টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তি ৭০ বছর বয়সী একজন স্থানীয় নাগরিক। উদ্ধার হওয়া ১৮ জনের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে। তাঁদের মধ্যে ১৫ জন মালয়েশিয়ার নাগরিক, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় তারা পেরাক দ্বীপসংলগ্ন একটি ‘তুকুন’ (কৃত্রিম প্রবাল প্রাচীর) রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত ছিলেন।
কেদাহ ও পারলিস মেরিটাইমের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল (মেরিটাইম) রোমলি মুস্তাফা জানান, কেডি লেদাং দ্রুত আরোহীদের শনাক্ত করে জীবিতদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং মৃত ব্যক্তিকে জাহাজে তুলে আনে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কেডি লেদাং টিএলডিএম মাভিলা ৩ জেটিতে পৌঁছে। এরপর উদ্ধার হওয়া ১৮ জনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। নিহত ব্যক্তির মরদেহ পরবর্তী তদন্তের জন্য রয়্যাল মালয়েশিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষার পর জীবিতদের মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এবং নৌ বিভাগের কাছে পরবর্তী পদক্ষেপের জন্য হস্তান্তর করা হয়।
অ্যাডমিরাল রোমলি মুস্তাফা সফল উদ্ধার অভিযানে দ্রুত সাড়া এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

মালয়েশিয়ার পেরাক দ্বীপের উত্তর-পূর্ব সমুদ্রসীমায় একটি নৌকা ডুবে এক ব্যক্তি মারা গেছেন। নৌকাটিতে বাংলাদেশিসহ মোট ১৯ জন আরোহী ছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে রয়্যাল মালয়েশিয়ান নেভির যুদ্ধজাহাজ কেডি লেদাং ঘটনাস্থল থেকে লাইফ জ্যাকেট পরা অবস্থায় ভাসতে থাকা ১৮ জনকে জীবিত উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিউ স্ট্রেইট টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তি ৭০ বছর বয়সী একজন স্থানীয় নাগরিক। উদ্ধার হওয়া ১৮ জনের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে। তাঁদের মধ্যে ১৫ জন মালয়েশিয়ার নাগরিক, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় তারা পেরাক দ্বীপসংলগ্ন একটি ‘তুকুন’ (কৃত্রিম প্রবাল প্রাচীর) রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত ছিলেন।
কেদাহ ও পারলিস মেরিটাইমের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল (মেরিটাইম) রোমলি মুস্তাফা জানান, কেডি লেদাং দ্রুত আরোহীদের শনাক্ত করে জীবিতদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং মৃত ব্যক্তিকে জাহাজে তুলে আনে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কেডি লেদাং টিএলডিএম মাভিলা ৩ জেটিতে পৌঁছে। এরপর উদ্ধার হওয়া ১৮ জনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। নিহত ব্যক্তির মরদেহ পরবর্তী তদন্তের জন্য রয়্যাল মালয়েশিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষার পর জীবিতদের মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এবং নৌ বিভাগের কাছে পরবর্তী পদক্ষেপের জন্য হস্তান্তর করা হয়।
অ্যাডমিরাল রোমলি মুস্তাফা সফল উদ্ধার অভিযানে দ্রুত সাড়া এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।

বাংলাদেশিসহ ১৯ আরোহী নিয়ে মালয়েশিয়ায় নৌকাডুবি
আন্তর্জাতিক-জার্নাল

মালয়েশিয়ার পেরাক দ্বীপের উত্তর-পূর্ব সমুদ্রসীমায় একটি নৌকা ডুবে এক ব্যক্তি মারা গেছেন। নৌকাটিতে বাংলাদেশিসহ মোট ১৯ জন আরোহী ছিলেন।
বুধবার (২৬ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে দুর্ঘটনাটি ঘটে। পরে রয়্যাল মালয়েশিয়ান নেভির যুদ্ধজাহাজ কেডি লেদাং ঘটনাস্থল থেকে লাইফ জ্যাকেট পরা অবস্থায় ভাসতে থাকা ১৮ জনকে জীবিত উদ্ধার করে।
আজ বৃহস্পতিবার (২৭ নভেম্বর) নিউ স্ট্রেইট টাইমস এর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, নিহত ব্যক্তি ৭০ বছর বয়সী একজন স্থানীয় নাগরিক। উদ্ধার হওয়া ১৮ জনের বয়স ১৫ থেকে ৫৩ বছরের মধ্যে। তাঁদের মধ্যে ১৫ জন মালয়েশিয়ার নাগরিক, তিনজন মিয়ানমারের এবং একজন বাংলাদেশের নাগরিক।
ধারণা করা হচ্ছে, দুর্ঘটনার সময় তারা পেরাক দ্বীপসংলগ্ন একটি ‘তুকুন’ (কৃত্রিম প্রবাল প্রাচীর) রক্ষণাবেক্ষণের কাজে যুক্ত ছিলেন।
কেদাহ ও পারলিস মেরিটাইমের পরিচালক ফার্স্ট অ্যাডমিরাল (মেরিটাইম) রোমলি মুস্তাফা জানান, কেডি লেদাং দ্রুত আরোহীদের শনাক্ত করে জীবিতদের প্রাথমিক চিকিৎসা দেয় এবং মৃত ব্যক্তিকে জাহাজে তুলে আনে।
তিনি আরও জানান, বৃহস্পতিবার সকাল ৬টার দিকে কেডি লেদাং টিএলডিএম মাভিলা ৩ জেটিতে পৌঁছে। এরপর উদ্ধার হওয়া ১৮ জনকে স্বাস্থ্য মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা করানো হয়। নিহত ব্যক্তির মরদেহ পরবর্তী তদন্তের জন্য রয়্যাল মালয়েশিয়া পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্বাস্থ্য পরীক্ষার পর জীবিতদের মালয়েশিয়ার মেরিটাইম এনফোর্সমেন্ট এজেন্সি এবং নৌ বিভাগের কাছে পরবর্তী পদক্ষেপের জন্য হস্তান্তর করা হয়।
অ্যাডমিরাল রোমলি মুস্তাফা সফল উদ্ধার অভিযানে দ্রুত সাড়া এবং সংশ্লিষ্ট সংস্থাগুলোর সমন্বয়ের জন্য সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন।




