ব্রেকিং
রুশ জ্বালানি যুক্তরাষ্ট্র কিনতে পারলে ভারত কেন নয়?
ইন্ডিয়া টুডের সঙ্গে সাক্ষাৎকারে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ছবি: রয়টার্স

রাশিয়ার জ্বালানি তেল ক্রয়ে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যে সুবিধা পাচ্ছে তা ভারতেরও পাওয়া উচিত।

দুদিনের রাষ্ট্রীয় সফরে এখন ভারতে অবস্থান করছে পুতিন। সফর শুরুর আগে ইন্ডিয়া টুডেকে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, যুক্তরাষ্ট্র নিজেই তার পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রগুলোর জন্য জ্বালানি আমাদের কাছ থেকে কিনছে। যুক্তরাষ্ট্র যদি রাশিয়ার জ্বালানি কেনার অধিকার রাখে তাহলে ভারত কেন সেই একই সুবিধা পাবে না?

শুক্রবার দিনের শুরুতে প্রেসিডেন্ট পুতিন মহাত্মা গান্ধির প্রতি শ্রদ্ধা জানাতে রাজঘাটের সমাধিতে যান। সেখানে পরিদর্শন বইয়ে পুতিন তাকে ‘ ভারত রাষ্ট্রের একজন প্রতিষ্ঠাতা, মহান দার্শনিক এবং শ্রেষ্ঠ মানবিক’ হিসেবে বর্ণনা করেন।

এর আগে বৃহস্পতিবার রাতের বৈঠকে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রুশ ভাষায় অনুবাদ করা হিন্দু ধর্মের পবিত্র গ্রন্থ ‘ভগবত গীতা’র একটি কপি প্রেসিডেন্ট পুতিনকে উপহার দেন।

সূত্র : বিবিসি