ব্রেকিং
যুব এশিয়া কাপ খেলতে আমিরাত গেলো বাংলাদেশ দল
বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট দল। ছবি: সংগৃহীত

১২ ডিসেম্বর থেকে মাঠে গড়াবে যুব এশিয়া কাপের আসর। এই টুর্নামেন্টে অংশ নেবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। এশিয়া কাপ খেলতে আজ বুধবার আরব আমিরাতের উদ্দেশ্যে দেশ ছাড়েন লাল-সবুজের প্রতিনিধিরা। গত দুই আসরে চ্যাম্পিয়ন হওয়ায় এবার হ্যাটট্রিক শিরোপা জয়ের সম্ভাবনা বাংলাদেশের।

এর আগে ১৫ সদস্যের দল ঘোষণা করে বিসিবি। দলের অধিনায়ক করা হয় আজিজুল হাকিম তামিমকে। সবশেষ সিরিজে খেলা দেবাশীষ সরকার বাদ পড়েছেন।

বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল দারুণ ফর্মে আছে। গত কয়েক মাসে তারা কোনো সিরিজ হারেনি। দেশ ছাড়ার আগে সংবাদ সম্মেলনে তামিম বলেন, ‘আমরা সবগুলো সিরিজেই জিতছি এবং শেষ কয়েকটা সিরিজ ড্র হয়েছে। আমরা এখন একটা সিরিজও হারিনি। আমাদের বিশ্বাস আছে যে আমরা ভালো কিছু করব, ইনশাআল্লাহ।'

বাংলাদেশ স্কোয়াড

আজিজুল হাকিম তামিম (অধিনায়ক), জাওয়াদ আবরার (সহ-অধিনায়ক), শেখ পারভেজ জীবন, কালাম সিদ্দিকী অলিন, রিফাত বেগ, সামিউন বশির রাতুল, রিজান হোসেন, স্বাধীন ইসলাম, মোহাম্মদ আব্দুল্লাহ, ফরিদ হোসেন, ইকবাল হোসেন, আল আমিন, আহমেদ শাহরিয়ার, শাদ ইসলাম, মোহাম্মদ সবুজ।

স্ট্যান্ডবাই

রাফিউজ্জামান, সানদীদ মজুমদার, ফারজান আহমেদ, ফারহান শাহরিয়ার, আব্দুর রহিম, দেবাশীষ সরকার।