শিরোনাম

মাদুরো এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, বললেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ

সিটিজেন-ডেস্ক­
মাদুরো এখনো ভেনেজুয়েলার প্রেসিডেন্ট, বললেন ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট রদ্রিগেজ
নিকোলাস মাদুরোকে মার্কিন নৌবাহিনীর জাহাজ ইউএসএস ইও জিমায় যুক্তরাষ্ট্রে নেয়া হয়। ছবি: রয়টার্স

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে যুক্তরাষ্ট্র ধরে নিয়ে যাওয়ার পর তেল সমৃদ্ধ এই দেশটি কে পরিচালনা করবে তা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। ভেনেজুয়েলার সংবিধান অনুযায়ী, মাদুরোর অনুপস্থিতিতে দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট হয়েছেন। দেশটির সর্বোচ্চ আদালতও তাকে পদটি গ্রহণ করার আদেশ দিয়েছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, তারা ক্ষমতার ‘নিরাপদ, যথাযথ ও সুবিচারপূর্ণ পরিবর্তন না করতে পারা পর্যন্ত’ যুক্তরাষ্ট্রই ভেনেজুয়েলা ‘পরিচালনা করবে’। যুক্তরাষ্ট্রের সঙ্গে ভেনেজুয়েলার ‘অংশীদারিত্ব’ দেশটির জনগণকে ‘ধনী, স্বনির্ভর ও নিরাপদ’ করবে। শনিবার (৪ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় নিজের মার-এ-লাগো রিসোর্টে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ট্রাম্প জানান, মাদুরোকে গ্রেপ্তার করার পর ভাইস প্রেসিডেন্ট রদ্রিগেজ শপথ নিয়েছেন এবং তিনি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর সঙ্গে কথা বলেছেন। কিন্তু ট্রাম্পের মন্তব্যের কিছুক্ষণ পরই রদ্রিগেজ ভেনেজুয়েলার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনে এসে হাজির হন। এসময় তার সঙ্গে ছিলেন তার ভাই, দেশটির জাতীয় পরিষদের প্রধান হোর্হে রদ্রিগেজ, স্বরাষ্ট্রমন্ত্রী ডিওসদাদো কাবেইয়ো এবং প্রতিরক্ষামন্ত্রী ভ্লদিমির পাদ্রিনো লোপেজ। রদ্রিগেজ বলেন, মাদুরো এখনো ভেনেজুয়েলার একমাত্র প্রেসিডেন্ট। তাদের একযোগে টেলিভিশনে আসা ইঙ্গিত দেয়– যে গোষ্ঠী মাদুরোর সঙ্গে ক্ষমতা ভাগাভাগি করে ছিল তারা এখনও ঐক্যবদ্ধ আছেন, অন্তত এখন পর্যন্ত।

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে দেশটির সুপ্রিম কোর্ট শনিবার এক রায়ে বলেছে, ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজেরই অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্টের ভূমিকা গ্রহণ করা উচিত। বর্তমানে ৫৬ বছর বয়সী রদ্রিগেজ ২০১৮ সালে ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট হন। ওই সময় সামাজিক মাধ্যম এক্স-এ তার নিয়োগের কথা ঘোষণা করে মাদুরো বলেছিলেন, তিনি একজন তরুণ নারী, সাহসী, অভিজ্ঞ। একজন শহীদের কন্যা, বিপ্লবী এবং হাজারো লড়াইয়ে পরীক্ষিত।

ডেলসি রদ্রিগেজ
ডেলসি রদ্রিগেজ

কারাকাসের স্থানীয় বাসিন্দা ডেলসি রদ্রিগেজের জন্ম ১৯৬৯ সালের ১৮ মে। তিনি বামপন্থি গেরিলা যোদ্ধা হোর্হে আন্তোনিও রদ্রিগেজের কন্যা। আন্তোনিও রদ্রিগেজ ১৯৭০-এর দশকে বিপ্লবী দল লিগা স্যোশিয়ালিস্তা প্রতিষ্ঠা করেছিলেন। তার কন্যা ডেলসি ভেনেজুয়েলার কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের আইনের গ্রাজুয়েট। গত এক দশকে রাজনৈতিক অঙ্গণে তার দ্রুত উত্থান হয়। ডেলসি রদ্রিগেজ ভাইস প্রেসিডেন্ট হওয়ার আগে ভেনেজুয়েলা সরকারে অর্থমন্ত্রী ও তেলমন্ত্রী হিসেবে দায়িত্বপালন করেছেন।

শনিবার ট্রাম্প প্রকাশ্যে ভেনেজুয়েলার বিরোধীদলীয় নেতা ও নোবেল শান্তি পুরস্কার বিজয়ী মারিয়া করিনা মাচাদোর সঙ্গে কাজ করার পথ বন্ধ করে দেন। অথচ পশ্চিমা গণমাধ্যম তাকে দেশটির সবচেয়ে বিশ্বাসযোগ্য প্রতিপক্ষ হিসেবে বিবেচনা করতো। কিন্তু ট্রাম্প বলেছেন, দেশটির ভেতরে মাচাদোর পক্ষে তেমন সমর্থন নেই।

ভেনেজুয়েলার ২০২৪ সালের নির্বাচনে মাচাদোকে প্রার্থী হিসেবে অযোগ্য ঘোষণা করা হয়েছিল। তখন তার বদলে তার পক্ষ থেকে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন আরেক প্রার্থী। আন্তর্জাতিক পর্যবেক্ষকরা তখন বলেছিলেন, ওই প্রার্থী বিপুল ভোটে জয় পেয়েছেন; যদিও মাদুরো সরকার তাদের জয় হয়েছে বলে দাবি করেছিল।

নিকোলাস মাদুরোকে ‘অবৈধ স্বৈরশাসক’ বলে অভিহিত করেন ডোনাল্ড ট্রাম্প। ‘বিপুল পরিমাণ অবৈধ ওষুধ’ যুক্তরাষ্ট্রে নিয়ে আসার জন্য মাদুরোকে দায়ী করেন তিনি।

মাদক চক্রের সঙ্গে সম্পর্ক থাকা ভেনেজুয়েলার সরকারি কর্মকর্তাদের চক্রকে বোঝাতে শিথিলভাবে সংজ্ঞায়িত নাম ‘কার্তেল দে লোস সোলেস’ ব্যবহার করে যুক্তরাষ্ট্র। বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে মনোনীত করা ‘কার্তেল দে লোস সোলেস’ মাদুরোই ‘পরিচালনা করতেন’ বলে অভিযোগ ট্রাম্পের। যদিও ওয়াশিংটনের এ অভিযোগ মাদুরো তীব্রভাবে প্রত্যাখ্যান করেছিলেন।

এক দশকেরও বেশি সময় ধরে ভেনেজুয়েলার প্রকৃত ক্ষমতা মূলত ঊর্ধ্বতন কর্মকর্তাদের ছোট একটি চক্রের হাতে আছে। এই অভ্যন্তরীণ চক্রের মধ্যে সামরিক-বেসামরিক ভারসাম্য বিরাজ করছে। বর্তমানে রদ্রিগেজ ও তার ভাই বেসামরিক পক্ষের প্রতিনিধিত্ব করছেন আর কাবেইয়ো ও পাদ্রিনো সামরিক পক্ষের। যুক্তরাষ্ট্রের বর্তমান ও সাবেক কর্মকর্তারা জানিয়েছেন, এই কারণে ভেনেজুয়েলার বর্তমান সরকারকে ভেঙে দেওয়া মাদুরোকে সরানোর চেয়েও জটিল কাজ।

/এফসি/