প্রতিটি ধাপেই নারীরা অতিরিক্ত বাধার মুখোমুখি হন: নাটালি

প্রতিটি ধাপেই নারীরা অতিরিক্ত বাধার মুখোমুখি হন: নাটালি
বিনোদন ডেস্ক

নারীদের পরিচালিত অসাধারণ সিনেমা থাকলেও চলতি বছর অস্কারে সেগুলো উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যানের। নতুন ছবি ‘দ্য গ্যালারিস্ট’-এর প্রচারে বর্তমানে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে রয়েছেন তিনি। সেখানে ভ্যারাইটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে অস্কার মনোনয়ন না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী।
নাটালি পোর্টম্যান বলেন, ‘গত বছর আমি যেসব সেরা ছবি দেখেছি, তার বেশিরভাগই নারীদের তৈরি। তবু এতগুলো চমৎকার কাজ স্বীকৃতি পায়নি। প্রতিটি স্তরেই যেন বাধা রয়েছে।’ তিনি কিছু ছবির নামও উল্লেখ করেন, যেগুলো তার মতে আরও বেশি মনোযোগ ও স্বীকৃতি পাওয়ার যোগ্য ছিল।
তিনি বলেন, ‘সরি বেবি’, ‘লেফট-হ্যান্ডেড গার্ল’, ‘হেডা’ এবং ‘দ্য টেস্টামেন্ট অব অ্যান লি’র মতো দারুণ সব সিনেমা এসেছে, যেগুলো দর্শক উপভোগ করছেন ও ভালোবাসছেন; অথচ প্রাপ্য সম্মান পাচ্ছে না।
চলতি বছর সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পাওয়া একমাত্র নারী পরিচালক হলেন ক্লোয়ি ঝাও। তিনি তার ছবি ‘হ্যামনেট’-এর জন্য এ মনোনয়ন পেয়েছেন। সেরা চলচ্চিত্র বিভাগের মনোনীত ১০টি ছবির মধ্যেও ‘হ্যামনেট’ই একমাত্র ছবি যার পরিচালক নারী।
নাটালি পোর্টম্যান বলেন, সমস্যাটা কেবল পুরস্কারের মৌসুমেই সীমাবদ্ধ নয়। চলচ্চিত্র নির্মাণের প্রতিটি ধাপেই নারীরা অতিরিক্ত বাধার মুখোমুখি হন। তিনি বলেন, ‘অর্থায়নের ধাপ থেকেই সমস্যা শুরু। এটি নারীদের জন্য কঠিন। উৎসবে জায়গা পাওয়া ও সমান সুযোগ পাওয়াও সহজ নয়। প্রতিটি ধাপই বড় চ্যালেঞ্জ। আর সব বাধা পেরিয়ে যখন কাজটি শেষ হয়, তবুও অনেক সময় তা যথাযথ মনোযোগ পায় না ‘
‘এখনো আমাদের অনেক কাজ বাকি।’ সব বাধা ও বৈষম্যের মধ্যেও নারী সহকর্মীদের সঙ্গে কাজ করার আনন্দের কথাও তুলে ধরেন নাটালি। হাসতে হাসতে বলেন, ‘শুটিং সেটে নারীদের সঙ্গে কাজ করা এখনো খুব বিশেষ এক অভিজ্ঞতা। যদিও অগ্রগতি হচ্ছে কিন্তু সেটা খুবই ধীর,’ যোগ করেন অভিনেত্রী।
নাটালি পোর্টম্যান তার নতুন ছবি ‘দ্য গ্যালারিস্ট’-এ পরিচালক ক্যাথি ইয়ানের সঙ্গে কাজ করেছেন। ডার্ক কমেডি ঘরানার এই থ্রিলারে এক সংগ্রামী আর্ট গ্যালারিমালিকের গল্প বলা হয়েছে, যিনি প্রদর্শনের জন্য এক মৃত মানুষকে ‘শিল্পকর্ম’ হিসেবে বিক্রির চাঞ্চল্যকর পরিকল্পনা করেন। ছবিতে আরও অভিনয় করেছেন জেনা ওর্তেগা, ক্যাথরিন জেটা-জোনস ও স্টার্লিং কে ব্রাউন।
এবারের অস্কার মনোনয়নে নাটালি পোর্টম্যান একটি সুখবরও পেয়েছেন। তার ছবি ‘আরকো’ সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে। কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া এই ছবিতে তিনি আইরিস নামের এক শিশুর মায়ের চরিত্রে কণ্ঠ দিয়েছেন।

নারীদের পরিচালিত অসাধারণ সিনেমা থাকলেও চলতি বছর অস্কারে সেগুলো উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যানের। নতুন ছবি ‘দ্য গ্যালারিস্ট’-এর প্রচারে বর্তমানে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে রয়েছেন তিনি। সেখানে ভ্যারাইটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে অস্কার মনোনয়ন না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী।
নাটালি পোর্টম্যান বলেন, ‘গত বছর আমি যেসব সেরা ছবি দেখেছি, তার বেশিরভাগই নারীদের তৈরি। তবু এতগুলো চমৎকার কাজ স্বীকৃতি পায়নি। প্রতিটি স্তরেই যেন বাধা রয়েছে।’ তিনি কিছু ছবির নামও উল্লেখ করেন, যেগুলো তার মতে আরও বেশি মনোযোগ ও স্বীকৃতি পাওয়ার যোগ্য ছিল।
তিনি বলেন, ‘সরি বেবি’, ‘লেফট-হ্যান্ডেড গার্ল’, ‘হেডা’ এবং ‘দ্য টেস্টামেন্ট অব অ্যান লি’র মতো দারুণ সব সিনেমা এসেছে, যেগুলো দর্শক উপভোগ করছেন ও ভালোবাসছেন; অথচ প্রাপ্য সম্মান পাচ্ছে না।
চলতি বছর সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পাওয়া একমাত্র নারী পরিচালক হলেন ক্লোয়ি ঝাও। তিনি তার ছবি ‘হ্যামনেট’-এর জন্য এ মনোনয়ন পেয়েছেন। সেরা চলচ্চিত্র বিভাগের মনোনীত ১০টি ছবির মধ্যেও ‘হ্যামনেট’ই একমাত্র ছবি যার পরিচালক নারী।
নাটালি পোর্টম্যান বলেন, সমস্যাটা কেবল পুরস্কারের মৌসুমেই সীমাবদ্ধ নয়। চলচ্চিত্র নির্মাণের প্রতিটি ধাপেই নারীরা অতিরিক্ত বাধার মুখোমুখি হন। তিনি বলেন, ‘অর্থায়নের ধাপ থেকেই সমস্যা শুরু। এটি নারীদের জন্য কঠিন। উৎসবে জায়গা পাওয়া ও সমান সুযোগ পাওয়াও সহজ নয়। প্রতিটি ধাপই বড় চ্যালেঞ্জ। আর সব বাধা পেরিয়ে যখন কাজটি শেষ হয়, তবুও অনেক সময় তা যথাযথ মনোযোগ পায় না ‘
‘এখনো আমাদের অনেক কাজ বাকি।’ সব বাধা ও বৈষম্যের মধ্যেও নারী সহকর্মীদের সঙ্গে কাজ করার আনন্দের কথাও তুলে ধরেন নাটালি। হাসতে হাসতে বলেন, ‘শুটিং সেটে নারীদের সঙ্গে কাজ করা এখনো খুব বিশেষ এক অভিজ্ঞতা। যদিও অগ্রগতি হচ্ছে কিন্তু সেটা খুবই ধীর,’ যোগ করেন অভিনেত্রী।
নাটালি পোর্টম্যান তার নতুন ছবি ‘দ্য গ্যালারিস্ট’-এ পরিচালক ক্যাথি ইয়ানের সঙ্গে কাজ করেছেন। ডার্ক কমেডি ঘরানার এই থ্রিলারে এক সংগ্রামী আর্ট গ্যালারিমালিকের গল্প বলা হয়েছে, যিনি প্রদর্শনের জন্য এক মৃত মানুষকে ‘শিল্পকর্ম’ হিসেবে বিক্রির চাঞ্চল্যকর পরিকল্পনা করেন। ছবিতে আরও অভিনয় করেছেন জেনা ওর্তেগা, ক্যাথরিন জেটা-জোনস ও স্টার্লিং কে ব্রাউন।
এবারের অস্কার মনোনয়নে নাটালি পোর্টম্যান একটি সুখবরও পেয়েছেন। তার ছবি ‘আরকো’ সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে। কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া এই ছবিতে তিনি আইরিস নামের এক শিশুর মায়ের চরিত্রে কণ্ঠ দিয়েছেন।

প্রতিটি ধাপেই নারীরা অতিরিক্ত বাধার মুখোমুখি হন: নাটালি
বিনোদন ডেস্ক

নারীদের পরিচালিত অসাধারণ সিনেমা থাকলেও চলতি বছর অস্কারে সেগুলো উপেক্ষিত হয়েছে বলে অভিযোগ হলিউড অভিনেত্রী নাটালি পোর্টম্যানের। নতুন ছবি ‘দ্য গ্যালারিস্ট’-এর প্রচারে বর্তমানে সানড্যান্স চলচ্চিত্র উৎসবে রয়েছেন তিনি। সেখানে ভ্যারাইটি-কে দেওয়া এক সাক্ষাৎকারে অস্কার মনোনয়ন না পাওয়ায় হতাশা প্রকাশ করেছেন ৪৪ বছর বয়সী এই অভিনেত্রী।
নাটালি পোর্টম্যান বলেন, ‘গত বছর আমি যেসব সেরা ছবি দেখেছি, তার বেশিরভাগই নারীদের তৈরি। তবু এতগুলো চমৎকার কাজ স্বীকৃতি পায়নি। প্রতিটি স্তরেই যেন বাধা রয়েছে।’ তিনি কিছু ছবির নামও উল্লেখ করেন, যেগুলো তার মতে আরও বেশি মনোযোগ ও স্বীকৃতি পাওয়ার যোগ্য ছিল।
তিনি বলেন, ‘সরি বেবি’, ‘লেফট-হ্যান্ডেড গার্ল’, ‘হেডা’ এবং ‘দ্য টেস্টামেন্ট অব অ্যান লি’র মতো দারুণ সব সিনেমা এসেছে, যেগুলো দর্শক উপভোগ করছেন ও ভালোবাসছেন; অথচ প্রাপ্য সম্মান পাচ্ছে না।
চলতি বছর সেরা পরিচালক বিভাগে মনোনয়ন পাওয়া একমাত্র নারী পরিচালক হলেন ক্লোয়ি ঝাও। তিনি তার ছবি ‘হ্যামনেট’-এর জন্য এ মনোনয়ন পেয়েছেন। সেরা চলচ্চিত্র বিভাগের মনোনীত ১০টি ছবির মধ্যেও ‘হ্যামনেট’ই একমাত্র ছবি যার পরিচালক নারী।
নাটালি পোর্টম্যান বলেন, সমস্যাটা কেবল পুরস্কারের মৌসুমেই সীমাবদ্ধ নয়। চলচ্চিত্র নির্মাণের প্রতিটি ধাপেই নারীরা অতিরিক্ত বাধার মুখোমুখি হন। তিনি বলেন, ‘অর্থায়নের ধাপ থেকেই সমস্যা শুরু। এটি নারীদের জন্য কঠিন। উৎসবে জায়গা পাওয়া ও সমান সুযোগ পাওয়াও সহজ নয়। প্রতিটি ধাপই বড় চ্যালেঞ্জ। আর সব বাধা পেরিয়ে যখন কাজটি শেষ হয়, তবুও অনেক সময় তা যথাযথ মনোযোগ পায় না ‘
‘এখনো আমাদের অনেক কাজ বাকি।’ সব বাধা ও বৈষম্যের মধ্যেও নারী সহকর্মীদের সঙ্গে কাজ করার আনন্দের কথাও তুলে ধরেন নাটালি। হাসতে হাসতে বলেন, ‘শুটিং সেটে নারীদের সঙ্গে কাজ করা এখনো খুব বিশেষ এক অভিজ্ঞতা। যদিও অগ্রগতি হচ্ছে কিন্তু সেটা খুবই ধীর,’ যোগ করেন অভিনেত্রী।
নাটালি পোর্টম্যান তার নতুন ছবি ‘দ্য গ্যালারিস্ট’-এ পরিচালক ক্যাথি ইয়ানের সঙ্গে কাজ করেছেন। ডার্ক কমেডি ঘরানার এই থ্রিলারে এক সংগ্রামী আর্ট গ্যালারিমালিকের গল্প বলা হয়েছে, যিনি প্রদর্শনের জন্য এক মৃত মানুষকে ‘শিল্পকর্ম’ হিসেবে বিক্রির চাঞ্চল্যকর পরিকল্পনা করেন। ছবিতে আরও অভিনয় করেছেন জেনা ওর্তেগা, ক্যাথরিন জেটা-জোনস ও স্টার্লিং কে ব্রাউন।
এবারের অস্কার মনোনয়নে নাটালি পোর্টম্যান একটি সুখবরও পেয়েছেন। তার ছবি ‘আরকো’ সেরা অ্যানিমেটেড চলচ্চিত্র বিভাগে মনোনীত হয়েছে। কান চলচ্চিত্র উৎসবে প্রিমিয়ার হওয়া এই ছবিতে তিনি আইরিস নামের এক শিশুর মায়ের চরিত্রে কণ্ঠ দিয়েছেন।




