ব্রেকিং
মাঝ আকাশে দুই বিমানের সংঘর্ষ
মাঝ আকাশে দুই বমানের সংঘর্ষ, নিহত ১। ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ার সিডনির কাছে আকাশে দুটি হালকা বিমানের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে একটি বিমান বিধ্বস্ত হয়ে একজন পাইলটের মৃত্যু হয়েছে। অস্ট্রেলিয়ান পুলিশের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।

নিউ সাউথ ওয়েলস রাজ্য পুলিশ জানিয়েছে, উদ্ধারকারীরা সিডনির দক্ষিণ-পশ্চিমের ওয়েডারবার্ন বিমানবন্দরের কাছাকাছি ঝোপঝাড়ে বিধ্বস্ত বিমানটির পাইলটের মরদেহ উদ্ধার করেন। পুলিশ বলেছে, তাদের খবর দেওয়া হয়েছিল যে আকাশে দুটি ছোট বিমান ধাক্কা খেয়েছে। এরপর একটি বিমান ঝোপঝাড়ে বিধ্বস্ত হয়।

দ্য ক্যানবেরা টাইমস জানিয়েছে, দুর্ঘটনার পর তাৎক্ষণিকভাবে একটি তদন্ত টিম গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি)-র তদন্তকারীরা ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করে সংঘর্ষের কারণ অনুসন্ধান করবেন। তারা দুর্ঘটনাস্থলের মানচিত্র তৈরি করবেন, বিমানটির ধ্বংসাবশেষ এবং ক্ষয় পরীক্ষা করবেন। এছাড়াও প্রয়োজনীয় অংশ সংগ্রহ করে বিশদ বিশ্লেষণ করবেন।

স্থানীয় সময় রোববার সকালে সংঘটিত এই দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। তবে অস্ট্রেলিয়ান এসোসিয়েটেড প্রেস জানিয়েছে, বিধ্বস্ত বিমানটির পাইলট মারা গেছেন। অন্য বিমানটি নিরাপদে অবতরণ করেছে। তার পাইলটের কোনো ক্ষতি হয়নি।

এটিএসবি রোববার (৩০ নভেম্বর) এক বিবৃতিতে জানিয়েছে, “সংঘর্ষে জড়িত বিমানগুলির একটি নিরাপদে অবতরণ করেছে। কিন্তু অন্যটি ভূমিতে আছড়ে পড়ে এবং পাইলট নিহত হয়েছেন।” দুর্ঘটনার বিস্তারিত তদন্তের জন্য জনসাধারণকে এলাকা এড়িয়ে চলার অনুরোধ করা হয়েছে।