


যুক্তরাষ্ট্রে অভিবাসন দমন অভিযানের মধ্যে মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপোলিসে ফেডারেল ইমিগ্রেশন (আইসিই, আইস নামে পরিচিত) এজেন্টরা আরেক ব্যক্তিকে গুলি করে হত্যা করেছেন। এ ঘটনার জেরে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে মার্কিন বাহিনী আটক করে নিউইয়র্কে নিয়ে যাওয়ার এক সপ্তাহ পর এ মন্তব্য করলেন ট্রাম্প।

ডেনমার্কের সঙ্গে বিদ্যমান চুক্তিগুলোর আওতায় গ্রিনল্যান্ডে নিজেদের ইচ্ছেমতো সংখ্যায় সেনা মোতায়েনের ক্ষমতা রয়েছে যুক্তরাষ্ট্রের।

ঢাকার মার্কিন দূতাবাসও নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়েছে। দূতাবাসের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের নতুন রাষ্ট্রদূত হিসেবে শপথ নেওয়া ব্রেন্ট ক্রিস্টেনসেনকে স্বাগত জানাতে পেরে

তেহরান বলেছে, তারা পাল্টা জবাব দেওয়ার ক্ষেত্রে কোনো সীমাবদ্ধতা রাখবে না এবং আগে হামলার শিকার হওয়া পর্যন্ত অপেক্ষা করবে না।

বর্তমানে ১০০টিরও বেশি দেশ এই জোটের সদস্য। তবে কয়েক বছর ধরে এর কার্যক্রমের গতি নিয়ে সমালোচনা চলছিলো।

প্রেসিডেন্ট ও তার দল এই গুরুত্বপূর্ণ পররাষ্ট্রনীতি লক্ষ্য বাস্তবায়নের জন্য নানা বিকল্প নিয়ে আলোচনা করছে

রুশ সংবাদমাধ্যম আরটি একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে হেলিকপ্টারের মাধ্যমে মার্কিন বাহিনীকে ‘মেরিনেরা’ ট্যাঙ্কারে ওঠার চেষ্টা করতে দেখা যায়।

শহর ও অঙ্গরাজ্যের নেতৃত্ব ও জাতীয় পর্যায়ের ডেমোক্র্যাটরা এই ব্যাখ্যা প্রত্যাখ্যান করেছেন।

বাংলাদেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্র ভ্রমণ আরও ব্যয়বহুল ও জটিল হতে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর নতুন করে ‘ভিসা বন্ড’ কর্মসূচির আওতায় থাকা দেশের তালিকা হালনাগাদ করেছে, যেখানে এবার যুক্ত হয়েছে বাংলাদেশের নাম। এই নিয়ম আগামী ২১ জানুয়ারি থেকে কার্যকর হবে।

ট্রুথ সোশ্যালে পোস্ট করা বার্তায় প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন, মার্কিন কর্মকর্তাদের সঙ্গে ভেনেজুয়েলার বর্তমান

যুক্তরাষ্ট্রের আইনজীবীরা কারাগারটিকে ‘নরকের মতো’ বলে বর্ণনা করেছেন। এমনকি কিছু বিচারক সেখানে দণ্ডপ্রাপ্তদের পাঠাতে অস্বীকৃতিও জানিয়েছেন।

আমি নির্দোষ। আমাকে ভেনেজুয়েলার কারাকাসে আমার বাড়ি থেকে ধরে আনা হয়েছে।

যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে। সোমবার (৫ জানুয়ারি) সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, ওহাইওতে ভ্যান্সের বাসভবনে হামলা হয়েছে।

শনিবার (৩ জানুয়ারি) মার্কিন বাহিনী রাজধানী কারাকাসসহ ভেনেজুয়েলার বিভিন্ন এলাকায় ব্যাপক অভিযান চালায়। ডেল্টা ফোর্সসহ মার্কিন বিশেষ বাহিনী প্রেসিডেন্ট নিকোলাস

মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও জানিয়েছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার সঙ্গে যুদ্ধে জড়ায়নি। তিনি বলেন, ভেনেজুয়েলার নতুন নেতৃত্ব

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটকের পর দেশটিতে আর কোনো সামরিক হামলা চালানো হবে না বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের সিনেটর মাইক লি।

ফক্স নিউজ জানিয়েছে, মামদানির প্রচারণা দল বুধবার নিশ্চিত করেছিল যে মেয়র হিসেবে শপথ নেওয়ার সময় তিনি কোরান শরিফ ছুঁয়ে শপথ গ্রহণ করবেন। এটিও একটি ঐতিহাসিক পদক্ষেপ।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার একটি এলাকায় ‘আঘাত’ হেনেছে, যেখানে নৌযানে মাদক বোঝাই করা ছিল। তার এ বক্তব্যে প্রথমবারের মতো প্রকাশ্যে উঠে এলো– ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর সরকারের ওপর চাপ সৃষ্টির অংশ হিসেবে দেশটিতে যুক্তরাষ্ট্র স্থল অভিযান চালিয়েছে

যুক্তরাষ্ট্রের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের তথ্য বলছে, হেলিকপ্টার দুটিতে শুধু দুই পাইলটই ছিলেন। তারা আরও বলেছে, সংঘর্ষের কারণ জানতে কেন্দ্রীয়ভাবে তদন্ত হবে।

বিমান সংস্থাগুলোর মধ্যে জেটব্লু এয়ারওয়েজ শুক্রবার সবচেয়ে বেশি ২২৫টি ফ্লাইট বাতিল করেছে। এর পরেই রয়েছে ডেল্টা এয়ার লাইনস, যারা বাতিল করেছে