শিরোনাম

ডাক বিভাগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ

সিটিজেন-ডেস্ক­
ডাক বিভাগের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
ছবি সংগৃহীত

বাংলাদেশ ডাক বিভাগ, দক্ষিণাঞ্চল, খুলনা-এর আওতাধীন বিভিন্ন শূন্য পদের লিখিত পরীক্ষার তারিখ ও সময়সূচী আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে। ডাক বিভাগের অফিসিয়াল বিজ্ঞপ্তিতে পরীক্ষার কেন্দ্র ও প্রবেশপত্র সংক্রান্ত নির্দেশনাও দেওয়া হয়েছে।

যেসব পদের পরীক্ষা অনুষ্ঠিত হবে

সাঁট মুদ্রাক্ষরিক কাম-কম্পিউটার অপারেটর (স্টেনোটাইপিস্ট), উচ্চমান সহকারী, কম্পিউটার মুদ্রাক্ষরিক (টাইপিস্ট), বাবুর্চি/এটেনডেন্ট, গার্ডেনার এবং পরিচ্ছন্নতা কর্মী (সুইপার)।

পরীক্ষার তারিখ ও সময়

২৪ জানুয়ারি ২০২৬, শনিবার সকাল ১০.০০টা হতে ১১.৩০টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পরীক্ষা কেন্দ্রসমূহ

খুলনা পাবলিক কলেজ (বয়রা, খুলনা), খুলনা সরকারি মডেল স্কুল এন্ড কলেজ (বয়রা, খুলনা) এবং সংশ্লিষ্ট অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠান।

প্রবেশপত্র সংগ্রহ

যোগ্য প্রার্থীরা ডাক বিভাগের নির্ধারিত ওয়েবসাইট থেকে তাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে প্রবেশপত্র সংগ্রহ করতে পারবেন। পরীক্ষায় অংশগ্রহণের জন্য রঙিন প্রিন্ট করা প্রবেশপত্র সঙ্গে রাখা বাধ্যতামূলক।

/এমএ/