শিরোনাম

১৮ হাজার যুবক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক
১৮ হাজার যুবক ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ পাবে:  আসিফ নজরুল
যুব ও ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। ফাইল ছবি (সংগৃহীত)

দেশের বেকার যুবসমাজকে দক্ষ মানবসম্পদে রূপান্তরের লক্ষ্যে ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ প্রকল্পে পর্যায়ক্রমে ১৮ হাজার যুবককে প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল। তিনি বলেন, এই সংখ্যা যথেষ্ট নয়– এটি ১৮ হাজার নয়, ১৮ লাখ হওয়া উচিত।

রবিবার (৪ জানুয়ারি) সচিবালয়ে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে দেশের ৪৮ জেলায় শিক্ষিত ও কর্মপ্রত্যাশী যুবকদের জন্য তিন মাস মেয়াদি ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি।

ড. আসিফ নজরুল বলেন, ফ্রিল্যান্সিং বর্তমান যুগের অন্যতম সম্ভাবনাময় কর্মক্ষেত্র। এখানে চাকরির পেছনে ঘুরতে হয় না, বড় ধরনের পুঁজি বিনিয়োগের প্রয়োজন নেই, বাসায় বসেই কাজ করা যায়। তথ্যপ্রযুক্তির যুগে কোথায় বসে কাজ করা হচ্ছে, সেটি আর বড় বিষয় নয়। ফলে বাংলাদেশের যুবকদের জন্য বিশ্ববাজারে কাজ করার বিরাট সুযোগ তৈরি হয়েছে।

তিনি বলেন, চীন ও ভারতের মতো দেশগুলো এই সুযোগ কাজে লাগাচ্ছে, বাংলাদেশও সেই পথে এগোচ্ছে। ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে বেকারত্ব কমানো, মাথাপিছু আয় বাড়ানো এবং দেশের সামষ্টিক অর্থনীতিতে ইতিবাচক অবদান রাখা সম্ভব।

উপদেষ্টা আরও বলেন, এই প্রশিক্ষণ প্রকল্পকে স্বল্পমেয়াদি প্রকল্পে সীমাবদ্ধ না রেখে মূলধারায় নিয়ে আসার পরিকল্পনা করা হচ্ছে, যাতে প্রকল্প শেষ হলেও মন্ত্রণালয়ের নিজস্ব জনবল ও সম্পদ দিয়ে প্রশিক্ষণ কার্যক্রম অব্যাহত রাখা যায়।

নুষ্ঠানে জানানো হয়, ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৬ সালের ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ সরকারি অর্থায়নে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে ২৮ হাজার ৮০০ জন যুব ও যুব নারীকে প্রশিক্ষণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। ইতিমধ্যে ডিসেম্বর ২০২৫ পর্যন্ত ১০ হাজার ৮০০ জন প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যাঁদের মধ্যে ৬২ শতাংশের বেশি প্রশিক্ষণার্থী দেশ ও বিদেশের বিভিন্ন মার্কেটপ্লেসে কাজ করে আয় করছেন। এখন পর্যন্ত তাঁদের মোট আয় দাঁড়িয়েছে প্রায় ১১ লাখ ৪০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৪ কোটি ২ লাখ টাকা।

বর্তমানে ৪৮টি জেলায় একযোগে ৫ম ব্যাচের তিন মাসব্যাপী প্রশিক্ষণ শুরু হয়েছে, যেখানে প্রতি জেলায় তিনটি ব্যাচে ৭৫ জন করে মোট ৩৬০০ জন প্রশিক্ষণার্থী অংশ নিচ্ছেন। ১৮ থেকে ৩৫ বছর বয়সী এইচএসসি বা সমমান পাস যুব ও যুব নারীরা এই প্রশিক্ষণে অংশগ্রহণ করছেন।

অনুষ্ঠানে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুবুল আলম, যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক ড. গাজী মো. সাইফুজ্জামানসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

/এসএ/