বিনিয়োগ আকর্ষণে বিডায় দিনব্যাপী কর্মশালা

বিনিয়োগ আকর্ষণে বিডায় দিনব্যাপী কর্মশালা
নিজস্ব প্রতিবেদক

বৈদেশিক বিনিয়োগ আরো আকর্ষণীয় করার লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন হয়। ‘এফডিআই অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন কমপেটেন্সিজ’ শীর্ষক এ কর্মশালায় বিডা, বেজা, বেপজা, পিপিপিএ, মিডা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ প্রস্তাবের ওপর কেস স্টাডি উপস্থাপন, সম্ভাব্য সমস্যা চিহ্নিত করা এবং সমাধান প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বিডার হেড অব বিজনেস নাহিয়ান রহমান রোচি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে কার্যকরভাবে উপস্থাপনের কৌশল ও দিকনির্দেশনা তুলে ধরেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, বিনিয়োগ আকর্ষণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সমন্বিত ও ফলপ্রসূ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দ্রুত ও কার্যকরভাবে দেশকে উপস্থাপন করা অত্যন্ত জরুরি।
তিনি জানান, বিডা, বেজা, মিডা ও পিপিপিএ কর্মকর্তাদের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায় আগামী ২৬ জানুয়ারি একটি চীনা ভাষা কোর্স চালু করা হবে। এর ফলে দেশীয় কর্মকর্তারা চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আরো সহজে ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন। পরবর্তীতে অন্যান্য আইপিএর কর্মকর্তাদেরও এই কোর্সে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
লার্নিং সেশনে আরো বক্তব্য রাখেন লাইটক্যাসল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন।

বৈদেশিক বিনিয়োগ আরো আকর্ষণীয় করার লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন হয়। ‘এফডিআই অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন কমপেটেন্সিজ’ শীর্ষক এ কর্মশালায় বিডা, বেজা, বেপজা, পিপিপিএ, মিডা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ প্রস্তাবের ওপর কেস স্টাডি উপস্থাপন, সম্ভাব্য সমস্যা চিহ্নিত করা এবং সমাধান প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বিডার হেড অব বিজনেস নাহিয়ান রহমান রোচি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে কার্যকরভাবে উপস্থাপনের কৌশল ও দিকনির্দেশনা তুলে ধরেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, বিনিয়োগ আকর্ষণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সমন্বিত ও ফলপ্রসূ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দ্রুত ও কার্যকরভাবে দেশকে উপস্থাপন করা অত্যন্ত জরুরি।
তিনি জানান, বিডা, বেজা, মিডা ও পিপিপিএ কর্মকর্তাদের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায় আগামী ২৬ জানুয়ারি একটি চীনা ভাষা কোর্স চালু করা হবে। এর ফলে দেশীয় কর্মকর্তারা চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আরো সহজে ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন। পরবর্তীতে অন্যান্য আইপিএর কর্মকর্তাদেরও এই কোর্সে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
লার্নিং সেশনে আরো বক্তব্য রাখেন লাইটক্যাসল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন।

বিনিয়োগ আকর্ষণে বিডায় দিনব্যাপী কর্মশালা
নিজস্ব প্রতিবেদক

বৈদেশিক বিনিয়োগ আরো আকর্ষণীয় করার লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) উদ্যোগে দিনব্যাপী এক কর্মশালার আয়োজন হয়। ‘এফডিআই অ্যান্ড ইনভেস্টমেন্ট প্রমোশন কমপেটেন্সিজ’ শীর্ষক এ কর্মশালায় বিডা, বেজা, বেপজা, পিপিপিএ, মিডা, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা অংশ নেন।
কর্মশালায় বিভিন্ন দেশের বৈদেশিক বিনিয়োগ প্রস্তাবের ওপর কেস স্টাডি উপস্থাপন, সম্ভাব্য সমস্যা চিহ্নিত করা এবং সমাধান প্রক্রিয়া নিয়ে আলোচনা হয়। বিডার হেড অব বিজনেস নাহিয়ান রহমান রোচি বিনিয়োগকারীদের কাছে বাংলাদেশকে কার্যকরভাবে উপস্থাপনের কৌশল ও দিকনির্দেশনা তুলে ধরেন।
কর্মশালায় সভাপতিত্ব করেন বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন। তিনি বলেন, বিনিয়োগ আকর্ষণ একটি ধারাবাহিক প্রক্রিয়া। বৈদেশিক বিনিয়োগ আকর্ষণে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কর্মকর্তাদের সমন্বিত ও ফলপ্রসূ ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক্ষেত্রে দ্রুত ও কার্যকরভাবে দেশকে উপস্থাপন করা অত্যন্ত জরুরি।
তিনি জানান, বিডা, বেজা, মিডা ও পিপিপিএ কর্মকর্তাদের জন্য নর্থ সাউথ ইউনিভার্সিটির সহযোগিতায় আগামী ২৬ জানুয়ারি একটি চীনা ভাষা কোর্স চালু করা হবে। এর ফলে দেশীয় কর্মকর্তারা চীনা বিনিয়োগকারীদের সঙ্গে আরো সহজে ও কার্যকরভাবে যোগাযোগ করতে পারবেন। পরবর্তীতে অন্যান্য আইপিএর কর্মকর্তাদেরও এই কোর্সে অন্তর্ভুক্ত করার পরিকল্পনা রয়েছে।
লার্নিং সেশনে আরো বক্তব্য রাখেন লাইটক্যাসল পার্টনার্সের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বিজন ইসলাম এবং ইস্টার্ন ব্যাংক পিএলসির অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক আহমেদ শাহীন।




