শিরোনাম

ইসিতে চতুর্থ দিনের আপিলে বৈধ ৫৩ জন

নিজস্ব প্রতিবেদক
ইসিতে চতুর্থ দিনের আপিলে বৈধ ৫৩ জন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন (ছবি: সিটিজেন গ্রাফিক্স)

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তার মনোনয়ন বাতিলের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে আপিল শুনানির চতুর্থ দিনে ৫৩ প্রার্থীর আপিল মঞ্জুর হয়েছে। নামঞ্জুর হয়েছে ১৭ জনের। এ তথ্য জানিয়েছেন ইসি সচিব আখতার আহমেদ।

মঙ্গলবার (১৩ জানুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন ভবনে সকাল ১০টায় শুনানি শুরু করে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে শুনানি হয়। আজ ২১১ থেকে ২৮০ নম্বর আপিলের শুনানি অনুষ্ঠিত হয়। এ পর্যন্ত চার দিনে আপিল শুনানিতে ২০৩ জনের প্রার্থীতা মঞ্জুর হয়েছে।

এর আগে সোমবার ৪১টি আপিল আবেদন মঞ্জুর করে ইসি। আপিল শুনানিতে ২৪টি আবেদন নামঞ্জুর হয়েছে এবং ৪টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়। পাবনা-২ আসনে নির্বাচনি কার্যক্রম স্থগিত হওয়ায় ১৬১/২০২৬ নম্বর আপিল আবেদনের শুনানি হয়নি। চট্টগ্রাম-৫ আসনের স্বতন্ত্র প্রার্থী শাকিলা ফারজানা তার দায়েরকৃত ১৫৭/২০২৬ নম্বর আপিল আবেদনটি প্রত্যাহার করে নিয়েছেন।

গত রবিবার ৫৮ আপিল আবেদন মঞ্জুর করেছে নির্বাচন কমিশন। অপর সাতটি আবেদন নামঞ্জুর হয় এবং ছয়টি আবেদন অপেক্ষমাণ রাখা হয়।

শনিবার প্রথম দিনে ৭০টি আপিলের মধ্যে মঞ্জুর করা হয়েছে ৫২টি। নামঞ্জুর করা হয়েছে ১৫ আপিল। এর মধ্যে একজন প্রার্থীর প্রার্থিতা গ্রহণের বিরুদ্ধে আপিল মঞ্জুর হয়।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বাছাইয়ে রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের বিরুদ্ধে নির্বাচন কমিশনে মোট ৬৪৫টি আপিল আবেদন দায়ের করা হয়। নির্বাচন কমিশনে আপিল শুনানি চলবে আগামী ১৮ জানুয়ারি পর্যন্ত।

গত ৪ জানুয়ারি বাছাইয়ের শেষ দিনে জাতীয় সংসদ নির্বাচনে ৩শ’ নির্বাচনী এলাকায় রিটার্নিং কর্মকর্তা বা সহকারী রিটার্নিং কর্মকর্তা মোট ২ হাজার ৫৬৮টি মনোনয়নপত্রের মধ্যে ১ হাজার ৮৪২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ এবং ৭২৩ জনের প্রার্থিতা বাতিল ঘোষণা করেন।

/টিই/