শিরোনাম

খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার নয়

সিটিজেন-ডেস্ক
খালেদা জিয়ার দাফন পর্যন্ত গণভোটের প্রচার নয়
ছবি: সিটিজেন গ্রাফিক্স

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজা ও দাফন সম্পন্ন না হওয়া পর্যন্ত জাতীয় নির্বাচনের দিন গণভোটে অংশগ্রহণে সরকারি প্রচারণা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকালে এ তথ্য জানান গণভোট বিষয়ক জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক ও প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. আলী রীয়াজ।

তিনি বলেন, ‘খালেদা জিয়ার জানজা ও দাফন না হওয়া পর্যন্ত গণভোটের সব রকম প্রচার বন্ধ থাকবে।’

আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় নির্বাচন ও জুলাই সনদের বিষয়ে গণভোট অনুষ্ঠিত হবে। ভোটের দিন গণভোট দিতে জনগণকে উদ্বুদ্ধ করতে সারা দেশে প্রচার করছে সরকার। সংস্কৃতি মন্ত্রণালয়, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়সহ ১৯টি মন্ত্রণালয়ের সমন্বয়ে এ প্রচার চলছে।