ব্রেকিং
নির্বাচনের তফসিল নিয়ে ইসির বৈঠক আজ
নির্বাচন ভবন। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের তফসিল পর্যালোচনায় বৈঠকে বসতে যাচ্ছে এ এম এম নাসির উদ্দিনের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন (ইসি)।

আজ রবিবার (০৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় নির্বাচন কমিশন ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে চার নির্বাচন কমিশনার ও ইসি সচিব উপস্থিত থাকবেন। এতে ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বৃদ্ধি, মনোনয়নপত্র দাখিল, যাচাই–বাছাই, প্রত্যাহার এবং ভোটের তারিখসহ তফসিল সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হবে। পাশাপাশি ভোট প্রস্তুতির অগ্রগতি ও পোস্টাল ভোটের ব্যালট পেপার পরিবহনের সময়সূচিও চূড়ান্ত করা হবে।

ভোটের পূর্বপ্রস্তুতি গুছিয়ে আনতে তফসিল ঘোষণার আগে ইসি আইনশৃঙ্খলা সংক্রান্ত সভা ও আন্তঃমন্ত্রণালয় সভা সম্পন্ন করেছে। নিয়ম অনুযায়ী, নির্বাচন আয়োজনের সার্বিক প্রস্তুতি সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করতে কমিশনের সদস্যরা ১০ ডিসেম্বর বঙ্গভবনে যাবেন। এরপর কয়েক দিনের মধ্যেই সিইসি তফসিল ঘোষণা করবেন।

ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে তফসিল ঘোষণা করা হবে—এমনটাই পরিকল্পনা রয়েছে। ফেব্রুয়ারির প্রথমার্ধে একই দিনে সংসদ নির্বাচন ও গণভোট নুষ্ঠিত হবে।

ইতোমধ্যে ডিসি, ইউএনও, এসপি, ওসি সহ মাঠ প্রশাসন ও পুলিশ প্রশাসনে ব্যাপক রদবদল আনা হয়েছে। তফসিল ঘোষণার পর পরিস্থিতি বিবেচনায় প্রয়োজন হলে আরও পরিবর্তন করতে পারে ইসি।

রবিবারের কমিশন সভার সিদ্ধান্ত ও রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাতে সব ধরনের প্রস্তুতি অবহিত করে দুই ভোটের তফসিল ঘোষণা করা হবে বলে জানায় ইসি।

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেন, রবিবারের কমিশন সভায় তফসিলের সময়সূচি নিয়ে সিদ্ধান্ত হবে। এরপর রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাৎ করে তফসিল চূড়ান্ত করা হবে।

তিনি আরও জানান, তফসিল ঘোষণার সঙ্গে সঙ্গে কারা রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার হচ্ছেন তাও প্রজ্ঞাপনে জানিয়ে দেওয়া হবে।

আইন, বিধি ও নীতিমালায় প্রয়োজনীয় সংস্কারের দাবি এবার জোরালোভাবে উঠেছে। এসব আইন-বিধি কঠোরভাবে অনুসরণ ও শতভাগ বাস্তবায়নে নির্বাচন কমিশন (ইসি) দৃঢ় অবস্থান নেবে এবং সংশ্লিষ্টদের স্পষ্ট নির্দেশনা দেবে। পাশাপাশি প্রার্থী, রাজনৈতিক দল, ভোটারসহ সংশ্লিষ্ট সব অংশীজনের সহযোগিতাও কামনা করেছেন তিনি।