শিরোনাম

ভোটকেন্দ্রের সিসিটিভি কিনতে ৭২ কোটি টাকা বরাদ্দ

নিজস্ব প্রতিবেদক
ভোটকেন্দ্রের সিসিটিভি কিনতে ৭২ কোটি টাকা বরাদ্দ
সিসি ক্যামেরা। ছবি: সংগৃহীত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্রগুলোয় সিসিটিভি স্থাপনে প্রায় ৭২ কোটি টাকার বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে এ তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার।

তিনি বলেন, আসন্ন জাতীয় নির্বাচন এবং গণভোট উপলক্ষে সারা দেশে প্রায় ৪২ হাজার ভোটকেন্দ্রের সবগুলোতেই সিসিটিভি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। এই কেন্দ্রগুলোর মধ্যে ৬ হাজার ৫৫২টি কেন্দ্রে আগে থেকেই সিসিটিভি আছে। বাকি কেন্দ্রগুলোয় সিসিটিভি স্থাপন করা হবে। এ জন্য সরকারের পক্ষ থেকে ৭১ কোটি ৯৮ লাখ ২৮ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এই টাকাটা ব্যয় হবে মূলত ২১ হাজার ৯৪৬টি অতি গুরুত্বপূর্ণ এবং ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সিসিটিভি স্থাপন করার জন্য।

আবুল কালাম আজাদ বলেন, প্রতি কেন্দ্রে কমপক্ষে ৬টি সিসি ক্যামেরা থাকবে। এর বাইরে যেসব কেন্দ্র আছে, সেগুলোয় স্থানীয় প্রশাসনের উদ্যোগে এবং তাদের আর্থিক বরাদ্দের মাধ্যমে সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সব জেলায় এই কার্যক্রম অনেক জোরেশোরে চলছে। বেশ কয়েকটি জেলায় শতভাগের কাছাকাছি কেন্দ্রে এরইমধ্যে সিসি ক্যামেরা স্থাপন করা হয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য গাজীপুর জেলা।

প্রধান উপদেষ্টার উপ-প্রেস সচিব আরও বলেন, আমরা আশা করছি, ৩১ জানুয়ারির মধ্যেই বাকি কেন্দ্রগুলোতেও সিসি ক্যামেরা স্থাপন করা হবে। সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা বিভিন্ন জেলায় সিসি ক্যামেরা বসানোর কার্যক্রম পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছেন।

/এফসি/