ব্রেকিং
যাদের নির্বাচিত করলে দুর্নীতি কমবে, জানালেন দুদক চেয়ারম্যান
দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন। ছবি: সংগৃহীত

দুর্নীতি দমন কমিশনের (দুদক) চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, দুর্নীতি সন্ত্রাসী, চাঁদাবাজ ও দুর্নীতিবাজদের রাজনীতি থেকে বাদ দিয়ে সৎ ও যোগ্য মানুষকে জনপ্রতিনিধি হিসেবে নির্বাচিত করলেই দেশে দুর্নীতি নিয়ন্ত্রণে আসবে।

মঙ্গলবার (০৯ ডিসেম্বর) আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস উপলক্ষে দুদকের আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

দুদক চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশের সমাজব্যবস্থার নানা স্তরে দুর্নীতি এমনভাবে বিস্তৃত হয়েছে যে তা সম্পূর্ণভাবে নির্মূল করা কঠিন হয়ে পড়েছে। তবে জনগণ সচেতন সিদ্ধান্ত নিলে ইতিবাচক পরিবর্তন সম্ভব।’

‘আগামী জাতীয় সংসদ নির্বাচনে দুর্নীতিবাজদের প্রত্যাখ্যান করে সৎ ও যোগ্য প্রার্থীদের নির্বাচিত করতে হবে। তাহলেই দুর্নীতি কমানো সম্ভব হবে,’ যোগ করেন তিনি।

আবদুল মোমেন বলেন, ‘সুশাসন প্রতিষ্ঠায় নাগরিকদের সচেতন ভূমিকার বিকল্প নেই এবং দুর্নীতির বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলা জরুরি।’

এ বছরের আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসের প্রতিপাদ্য— ‘দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা: গড়বে আগামীর শুদ্ধতা’। দিবসটি উপলক্ষে দিনব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করছে দুদক। এছাড়া দুদক ভিত্তিক সাংবাদিকদের সংগঠন ‘রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন’ মানববন্ধনের আয়োজন করেছে।

দুদকের প্রধান কার্যালয়ে সকাল ৮টায় জাতীয় সংগীত পরিবেশন এবং জাতীয় পতাকা ও দুদকের পতাকা উত্তোলনের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়। সকাল ৯টায় মানববন্ধন অনুষ্ঠিত হয়। পরে সকাল ১০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা অডিটোরিয়ামে আলোচনা সভার আয়োজন করা হয়।