শিরোনাম

ঢাকায় নামতে না পেরে কলকাতা-ব্যাংকক-চট্টগ্রামে ৯ ফ্লাইট

নিজস্ব প্রতিবেদক
ঢাকায় নামতে না পেরে কলকাতা-ব্যাংকক-চট্টগ্রামে ৯ ফ্লাইট
ঘন কুয়াশার কারণে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে নে পেরে ৯টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে। ছবি: সংগৃহীত

ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ৯টি ফ্লাইট। এসব ফ্লাইটকে ব্যাংকক, কলকাতা ও চট্টগ্রামে ডাইভার্ট করা হয়েছে।

শুক্রবার (০২ জানুয়ারি) বিমানবন্দর সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ঘন কুয়াশার কারণে আজ ২ জানুয়ারি (শুক্রবার) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের ৯টি ফ্লাইট বিকল্প বিমানবন্দরে ডাইভার্ট করা হয়েছে। এর মধ্যে কলকাতা বিমানবন্দরে ৪টি, ব্যাংকক বিমানবন্দরে ১টি এবং চট্টগ্রাম বিমানবন্দরে ৪টি ফ্লাইট ডাইভার্ট করা হয়েছে।

তবে আবহাওয়া স্বাভাবিক হওয়ার সঙ্গে সঙ্গেই সকল ফ্লাইটের উড্ডয়ন এবং অবতরণ পুনরায় স্বাভাবিক হয়েছে।

গত কয়েকদিন ধরেই ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ঘন কুয়াশা বিরাজ করছে। আজ শুক্রবার সকাল থেকে ঘন কুয়াশায় ছেয়ে যায় ঢাকা। কুয়াশার কারণে সামান্য দূর থেকেও কিছুই দেখা যাচ্ছিলো না। তবে গতকালের তুলনায় আজ সকালে ঢাকার তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেয়েছে।

গতকাল বৃহস্পতিবার সকালে ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৩ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস, আজ সেটি হয়েছে ১৩ দশমিক ৫।

‍শুক্রবার (০২ জানুয়ারি) সকাল ৭টায় ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, আজ সকাল ৬টায় রাজধানী ঢাকার তাপমাত্রা ছিল ১৩ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৯৫ শতাংশ।

পূর্বাভাসে আরও জানানো হয়, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় দুপুর পর্যন্ত আবহাওয়া থাকতে পারে শুষ্ক। এ সময় মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। একই সঙ্গে উত্তর অথবা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৫ থেকে ১০ কিলোমিটার বেগে বাতাস বয়ে যেতে পারে। দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।লের ধৈর্য এবং সহযোগিতার জন্য ধন্যবাদ।

/জেএইচ/

বিষয়:

ফ্লাইট