শিরোনাম

স্বাগত ২০২৬

সিটিজেন-ডেস্ক­
স্বাগত ২০২৬
অস্ট্রেলিয়ার সিডনি শহরে ২০২৬ সাল বরণ উপলক্ষে জমকালো আতশবাজি। ছবি: সংগৃহীত

স্বাগত ইংরেজি নববর্ষ ২০২৬। শুরু হয়ে গেল নতুন আরেকটি বছর। নতুন ক্যালেন্ডারে নতুন স্বপ্ন দেখা শুরু করেছে মানুষ। স্মৃতির পাতায় জমা হয়েছে আরও একটি বছর। নতুন বছর মানেই নতুন উদ্দীপনায় নতুনভাবে পথচলা।

নতুন বছরকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে ‘হ্যাপি নিউ ইয়ার’ লিখে সবাইকে শুভেচ্ছা জানানো। রাজধানীর অনেক ভবনের ছাদে সীমিত পরিসরে চলে নতুন বছর বরণের আয়োজন।

বাংলাদেশের আগেই নতুন বছরকে স্বাগত জানিয়েছে পৃথিবীর বেশ কয়েকটি দেশ। বিশ্বের প্রথম দেশ হিসেবে ২০২৬ সাল বরণ করেছে প্রশান্ত মহাসাগরের দ্বীপরাষ্ট্র কিরিবাতি।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদন অনুযায়ী, গ্রিনিচ মান সময় যখন ১০টা তখন কিরিবাতির কিরিমাটি বা ক্রিসমাস দ্বীপে ঘড়ির কাঁটা গড়ায় রাত ১২টায়। দেশটির অন্যান্য অংশেও এর ঘণ্টাখানেক পর নববর্ষ উদযাপন শুরু হয়। বিবিসি তাদের প্রতিবেদনে লিখেছে, অকল্যান্ডে বছরের শেষ দিনের অধিকাংশ সময়জুড়ে বৃষ্টি হয়। কিন্তু রাতে আকাশ ছিল মেঘমুক্ত। আতশবাজির রঙিন আলোয় উজ্জ্বল হয় অকল্যান্ডের আকাশ।

বাংলাদেশে এবার নতুন বছরকে স্বাগত জানানোর সময় পালিত হচ্ছে রাষ্ট্রীয় শোক। সোমবার (৩০ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। বুধবার (৩১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে তিনদিনের এই রাষ্ট্রীয় শোক। এছাড়া দেশজুড়ে নেয়া হয়েছে বাড়তি সতর্কতা।

উন্মুক্ত স্থানে সমাবেশ, আতশবাজি ও উচ্চ শব্দে অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) জানিয়েছে, নববর্ষের রাতে রাজধানীজুড়ে প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। চেকপোস্ট, টহল টিম, সাদা পোশাকের গোয়েন্দা ও ড্রোন নজরদারির মাধ্যমে নিরাপত্তা জোরদার করা হয়েছে।

এ বছর বড় ধরনের উন্মুক্ত আয়োজন সীমিত রাখা হলেও রাজধানীর পাঁচতারকা হোটেল, রেস্তোরাঁ ও ব্যক্তিগত পরিসরে উৎসবমুখর পরিবেশ লক্ষ করা যায়। নতুন বছরকে স্বাগত জানাতে ঢাকায় গুলশান, বনানী, ধানমন্ডি, উত্তরা ও বারিধারাসহ বিভিন্ন এলাকায় হোটেল ও ক্লাবে বিশেষ নৈশভোজ, সংগীতানুষ্ঠান ও কাউন্টডাউনের আয়োজন করা হয়।

এদিকে, পুরনো বছরকে বিদায় ও নতুন বছরকে স্বাগত জানাতে প্রতি বছর থার্টি ফার্স্ট নাইটে কক্সবাজার সৈকতে হাজারো পর্যটকের সমাগম ঘটে। এবার বুধবার সন্ধ্যা ৬টা থেকে ১ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত সমুদ্রসৈকতসহ উন্মুক্ত স্থানে কোনো ধরনের অনুষ্ঠান ও জনসমাগম না করতে ৭ দফা বিধিনিষেধ জারি করেছে কক্সবাজার জেলা পুলিশ।