শিরোনাম

নির্বাচন সুষ্ঠু হবে, কূটনীতিকদের আস্থা রয়েছে: সিইসি

নিজস্ব প্রতিবেদক
নির্বাচন সুষ্ঠু হবে, কূটনীতিকদের আস্থা রয়েছে: সিইসি
প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। ছবি: সংগৃহীত

অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য কমিশনের প্রতি বিদেশি কূটনীতিকদের সর্বোচ্চ আস্থা রয়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। বাংলাদেশে অবস্থিত দূতাবাস ও মিশনে কর্মরত সব বিদেশি মিশনের প্রতিনিধিদের ব্রিফিং শেষে তিনি এসব কথা জানান।

আগামী নির্বাচন ও গণভোটের প্রস্তুতি নিয়ে কূটনীতিকদের অবহিত করতে রবিবার (২৫ জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ওয়েস্টিনে এই বিশেষ ব্রিফিংয়ের আয়োজন করে ইসি। তবে সেখানে সাংবাদিকদের প্রবেশাধিকার ছিল না।

ব্রিফিং শেষে বের হওয়ার পথে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিইসি বলেন, একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আমরা কী কী প্রস্তুতি নিয়েছি এর সব প্রক্রিয়া সম্পর্কে তাদেরকে আজ আমরা জানিয়েছি। তারা আমাদের সার্বিক প্রস্তুতি সম্পর্কে সন্তোষ প্রকাশ এবং আমাদের সকল কর্মকাণ্ডের প্রশংসা করেছেন। তারা আমাদেরকে এ-ও জানিয়েছেন, একটি স্বচ্ছ নির্বাচনের বিষয়ে কমিশনের প্রতি তারা খুবই আস্থাশীল।

তিনি আরো বলেন, আমাদের সব কর্মকাণ্ড আমরা তাদের সামনে তুলে ধরেছি। আমরা জানিয়েছি যে এখানে কোনো লুকোচুরির ব্যাপার নেই। আমরা গ্রহণযোগ্য একটি নির্বাচন জাতিকে উপহার দিতে পারব, এ বিষয়ে তারা আশাবাদী।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, আমাদের প্রস্তুতির পাশাপাশি নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা বাহিনীর মোতায়েন বিষয়ে আমাদের পরিকল্পনা কী– তা তারা জানতে চেয়েছেন। আমরা জানিয়েছি, নির্বাচন উপলক্ষে পুলিশের পাশাপাশি সেনাবাহিনী ও আনসারও মোতায়েন থাকবে।

হোটেল ওয়েস্টিনের বলরুমে রাষ্ট্রদূতদের ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ, বেগম তাহমিদা আহমদ, মো. আনোয়ারুল ইসলাম সরকার, ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মো. সানাউল্লাহ (অবসরপ্রাপ্ত), ইসি সচিবালয়ের সিনিয়র সচিব আখতার আহমেদসহ নির্বাচন কমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা। বিভিন্ন দেশের রাষ্ট্রদূত, হাইকমিশনার, ইউরোপীয় ইউনিয়ন এবং জাতিসংঘের প্রতিনিধিরা এতে অংশ নেন।

ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ বিকালে এ বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন বলে জনসংযোগ পরিচালক রুহুল আমিন মল্লিক জানিয়েছেন।

/এফসি/