শিরোনাম

বাংলাদেশ সবার জন্য নিরাপদ আবাসভূমি: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশ সবার জন্য নিরাপদ আবাসভূমি: প্রধান উপদেষ্টা
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ছবি: বাসস

প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, এ দেশ আমাদের সকলের। ধর্ম ও বর্ণভেদে নয়– বাংলাদেশ সকল মানুষের জন্য একটি নিরাপদ ও শান্তিপূর্ণ আবাসভূমি।

সরস্বতী পূজা উপলক্ষে দেওয়া এক বাণীতে তিনি হিন্দু সম্প্রদায়ের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে ড. ইউনূস বলেন, বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির এক উজ্জ্বল দৃষ্টান্ত। হাজার বছর ধরে এ দেশে জাতি, ধর্ম ও বর্ণ নির্বিশেষে বিভিন্ন ধর্মের মানুষ পারস্পরিক শ্রদ্ধা ও সৌহার্দ্যের সঙ্গে মিলেমিশে বসবাস করে আসছেন।

প্রধান উপদেষ্টা বলেন, হিন্দু ধর্মমতে দেবী সরস্বতী সত্য, ন্যায় ও জ্ঞানের প্রতীক। তিনি বিদ্যা, বাণী ও সুরের অধিষ্ঠাত্রী এবং মানুষকে অজ্ঞতার অন্ধকার থেকে আলোর পথে নিয়ে যান। সরস্বতী পূজার এই পবিত্র উৎসব উপলক্ষে তিনি আশা প্রকাশ করেন, শিক্ষা যেন কেবল ব্যক্তিগত উন্নতির মধ্যে সীমাবদ্ধ না থাকে, বরং সমাজের কল্যাণে ব্যবহৃত হয়।

ড. ইউনূস বলেন, জ্ঞান দিয়ে মানুষ যেন অন্যকে সাহায্য করে, দুর্বলদের পাশে দাঁড়ায় এবং একটি সুন্দর ও মানবিক সমাজ গড়ে তোলে।

বাণীর শেষাংশে তিনি হিন্দু ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সকল নাগরিকের শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

/এসএ/