শিরোনাম

প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

নিজস্ব প্রতিবেদক
প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ
বিএনপি চেয়ারম্যান তারেক রহমান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন (ছবি : সিএ প্রেস উইং)

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও তার পরিবারের সদস্যবৃন্দ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য জানিয়েছে।

আজ সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। সেখান থেকে ৬টা ৫২ যমুনার উদ্দেশে রওনা হন। তারেক রহমানের সঙ্গে তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান এবং কন্যা ব্যারিস্টার জাইমা রহমান ছিলেন। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে পরিবারসহ যমুনায় পৌঁছান তারেক রহমান।

গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়। তখন তারেক রহমান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ছিলেন। লন্ডনের ডরচেস্টার হোটেলে দুজনের এই বৈঠকের পর উভয় পক্ষের প্রতিনিধিরা যৌথ বিবৃতি দিয়েছিলেন। পরে গেল ২৫ ডিসেম্বর তারেক রহমান লন্ডন থেকে দেশে ফেরার পর প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বলেছিলেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে বসে মোবাইলে কথা বলেন।

সেই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে দিয়েছিল বিএনপির মিডিয়া সেল। আজ তারেক রহমানের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠকের খবরও দেওয়া হয় দলটির মিডিয়া সেল পেজে।

/টিই/