শিরোনাম

অনেকেই রং বদলানোর চেষ্টা করছেন: ফারুক

নিজস্ব প্রতিবেদক
অনেকেই রং বদলানোর চেষ্টা করছেন: ফারুক
জয়নুল আবদিন ফারুক ও অন্যান্য উপস্থিতি। ছবি: সিটিজেন জার্নাল

বিএনপির প্রয়াত চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নুল আবদিন ফারুক বলেছেন, ‘যারা খালেদা জিয়াকে জেলে রেখে একদিন কথা বলেন নাই, খালেদা জিয়ার চিকিৎসার পক্ষে কথা বলেন নাই তারা আবার রং বদলানোর চেষ্টা করছেন। কিন্তু কাজ হবে না।’

শনিবার (১৭ জানুয়ারি) জাতীয় প্রেসক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে বাংলাদেশ শিক্ষা প্রতিষ্ঠান সমন্বয় পরিষদের উদ্যোগে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন৷

জয়নুল আবদিন ফারুক বলেন, ‘যে মানুষটির জন্য আজকে আয়োজন সেই মানুষটি নাই। কিন্তু মানুষটি বাংলাদেশ যতদিন থাকবে ততদিন বেঁচে থাকবে। আমরা তার অনুসারী। আমরা তার নীতির প্রতি শ্রদ্ধা করে দীর্ঘদিন এই রাজনীতির সাথে সম্পৃক্ত।’

তিনি বলেন, নির্বাচন নিয়ে ষড়যন্ত্র আগে থেকেই শুরু হয়েছে। একটি চক্র, একটি গোষ্ঠি বাংলাদেশকে আরেকটি চক্রান্তে জড়িত করার হীন প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। তবুও প্রফেসর মোহাম্মদ ইউনুসের সততা ও সাহসিকতায় বাংলাদেশে একটি নির্বাচন অনুষ্ঠিত হবে।’

বৈঠকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য অ্যাডভোকেট রফিকুল ইসলাম সিকদারসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

/এমএইচএম/জেএইচ/