শিরোনাম

১৭ বছর পর নয়াপল্টনে তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
১৭ বছর পর নয়াপল্টনে তারেক রহমান
প্রায় দেড়যুগ পর আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপির) নয়াপল্টন কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ছবি: হারুন-অর-রশীদ

দীর্ঘ ১৭ বছর পর রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এসেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সোমবার (২৯ ডিসেম্বর) বিকেল ৪টা ৬ মিনিটে তিনি কেন্দ্রীয় কার্যালয়ে পৌঁছান। এ সময় কার্যালয়ের দ্বিতীয় তলার বারান্দায় এসে অপেক্ষমাণ নেতাকর্মীদের উদ্দেশে হাত নেড়ে শুভেচ্ছা জানান তিনি।

তারেক রহমানের উপস্থিতিকে কেন্দ্র করে কেন্দ্রীয় কার্যালয় ও আশপাশের এলাকায় জোরদার করা হয় নিরাপত্তা ব্যবস্থা। দুপুর ১২টা ৩৫ মিনিট থেকে কার্যালয়ের মূল ফটক বন্ধ রাখা হয়। এর আগে থেকেই বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের হাজার হাজার নেতাকর্মী কার্যালয়ের সামনে জড়ো হয়ে দলীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে অভ্যর্থনা জানান।

bigStoryContent

এ সময় কেন্দ্রীয় কার্যালয়ে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও ফরহাদ হালিম ডোনার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, কোষাধ্যক্ষ রশিদুজ্জামান মিল্লাত, ‘আমরা বিএনপি পরিবার’-এর আহ্বায়ক আতিকুর রহমান রুমন, নির্বাহী কমিটির সদস্য শাহরিন ইসলাম তুহিন, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্যসচিব তানভীর আহমেদ রবিনসহ দলের কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের নেতারা।

এর আগে রবিবার (২৮ ডিসেম্বর) গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে তারেক রহমান অফিস শুরু করেন। সেখানে দলের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করেন তিনি।