শিরোনাম

আপিলেও হেরে গেলেন জামায়াতপ্রার্থী ফজলুল হক

নিজস্ব প্রতিবেদক
আপিলেও হেরে গেলেন জামায়াতপ্রার্থী ফজলুল হক
চট্টগ্রাম-৯ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হক (ছবি: সংগৃহীত)

দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত জটিলতায় চট্টগ্রাম-৯ (কোতোয়ালি-বাকলিয়া) আসনে জামায়াতে ইসলামীর প্রার্থী এ কে এম ফজলুল হকের মনোনয়নপত্র আপিলেও নামঞ্জুর করেছে নির্বাচন কমিশন (ইসি)।

সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সভাপতিত্বে আপিল শুনানি শুরু হয়। বিকেল ৫টা পর্যন্ত চলা এই শুনানিতে ফজলুল হকের দ্বৈত নাগরিকত্ব সংক্রান্ত আপিল আবেদন খারিজ করা হয়।

নির্বাচন কমিশন সূত্র জানায়, শুনানিতে ফজলুল হক যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব ত্যাগ করেছেন– এ মর্মে যে দাবি করেন, তার পক্ষে প্রয়োজনীয় ও বৈধ কাগজপত্র তিনি উপস্থাপন করতে ব্যর্থ হন। এ কারণে কমিশন তার প্রার্থিতা বাতিলের আগের সিদ্ধান্ত বহাল রাখে।

এর আগে, গত ৪ জানুয়ারি দ্বৈত নাগরিকত্ব জটিলতার কারণ দেখিয়ে ফজলুল হকের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা ও চট্টগ্রাম বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন।

ফজলুল হক তার মনোনয়নপত্রের সঙ্গে জমা দেওয়া হলফনামায় উল্লেখ করেছিলেন, তিনি যুক্তরাষ্ট্রের নাগরিক ছিলেন এবং গত ২৮ ডিসেম্বর নাগরিকত্ব ত্যাগ করেছেন। তবে আপিল শুনানিতে ওই সংক্রান্ত যুক্তরাষ্ট্রের সরকারি স্বীকৃত নথি বা প্রত্যয়নপত্র তিনি দাখিল করতে পারেননি।

শুনানি শেষে ফজলুল হক সাংবাদিকদের জানান, তিনি এ সিদ্ধান্তের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করবেন

/এসএ/