শিরোনাম

প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না

নিজস্ব প্রতিবেদক
প্রার্থিতা ফিরে পেলেন মাহমুদুর রহমান মান্না
নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রবিবার (১১ জানুয়ারি) দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে (বেজমেন্ট-২) অনুষ্ঠিত দ্বিতীয় দিনের আপিল শুনানিতে কমিশন এই সিদ্ধান্ত দেয়। শুনানি শেষে ইসি জানায়, সংশ্লিষ্ট মামলা নিষ্পত্তি হওয়ায় মান্নার আপিল মঞ্জুর করা হয়েছে।

এর আগে গত ২ জানুয়ারি বগুড়ার জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মান্নার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন। সে সময় তিনি জানান, হলফনামায় একাধিক অসংগতি পাওয়া গেছে। হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য উল্লেখ করা হয়নি। এ ছাড়া হলফনামায় দেওয়া এফিডেভিট সম্পাদনের এক দিন পর স্বাক্ষর করা হয়েছে এবং সম্পদ বিবরণীর ফরম দাখিল করা হয়নি। এসব কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়েছিল।

আপিল শুনানিতে এসব বিষয় পর্যালোচনা করে নির্বাচন কমিশন মান্নার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করে।

/এসএ/