শিরোনাম

ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন: মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
ইসির কিছু কর্মকর্তা একটি দলের পক্ষে কাজ করছেন: মির্জা ফখরুল
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি: সংগৃহীত)

নির্বাচন কমিশনের কিছু কর্মকর্তা একটি দলের হয়ে কাজ করছেন বলে অভিযোগ করেছে বিএনপি। ওই সব কর্মকর্তাদের বিরুদ্ধে প্রধান নির্বাচন কমিশনারকে (সিইসি) অভিযোগ জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠেয় ত্রয়োদশ সংসদ নির্বাচনের প্রার্থীদের মনোনয়নপত্র নিয়ে আপিলের শেষ দিন ছিল রবিবার (১৮ জানুয়ারি)। এদিন বিকালে নির্বাচন ভবনে যান বিএনপি মহাসচিব। তার সঙ্গে ছিলেন দলের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান নজরুল ইসলাম খান। সিইসি এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বিএনপির ঘণ্টাখানেক বৈঠক হয়।

বৈঠকের পর মির্জা ফখরুল সাংবাদিকদের জানান, ইসি অনেক ক্ষেত্রেই পক্ষপাতমূলক আচরণ করছে বলে তারা মনে করেন। তারা সে বিষয়গুলো সিইসিকে জানিয়েছেন।

মাঠ পর্যায়ে নির্বাচনি কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘বিভিন্ন নির্বাচনী এলাকায় রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার, পুলিশ সুপার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ একটি দলের পক্ষে কিছু কিছু ন্যক্কারজনকভাবে কাজ করছে বলে আমরা অভিযোগ পেয়েছি। সে বিষয়গুলো আমরা তাদের গোচরীভূত করেছি। সুষ্ঠ অবাধ গ্রন্থ নির্বাচনের স্বার্থে তদন্ত পূর্বক তাঁদেরকে প্রত্যাহার করার জন্য আমরা অনুরোধ জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘নির্বাচন কমিশনের কতিপয় সিনিয়র কর্মকর্তাসহ কয়েকজনের বিরুদ্ধে আমরা অভিযোগ পেয়েছি যে তারা কোনো একটি নির্দিষ্ট দলের পক্ষে কাজ করছেন। আমরা সে বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার জন্য তাদেরকে অনুরোধ করেছি।’

যাদের বিরুদ্ধে নালিশ জানিয়েছেন, তারা কোন দলের পক্ষে কাজ করছেন, তা খোলসা করেননি বিএনপি মহাসচিব।

তবে জামায়াতে ইসলামীর নাম ধরে অভিযোগ তুলে মির্জা ফখরুল বলেন, ‘জামায়াতের নির্বাচনি কর্মীরা বাড়ি বাড়ি গিয়ে এনআইডির কপি, বিকাশ নম্বর, মোবাইল নম্বর সংগ্রহ করছে, যা ব্যক্তিগত গোপনীয়তা ভঙ্গ, ক্রিমিনাল অফেন্স, এই বিষয়ে আমরা ইতিপূর্বে আপত্তি জানিয়েছি। এই বিষয়ে জরুরি পদক্ষেপ গ্রহণ করা প্রয়োজন বলে আমরা মনে করেছি এবং সে আহ্বান (ইসিকে) জানিয়েছি।’

পোস্টাল ব্যালট নিয়ে সিইসিকে অভিযোগ জানিয়ে এসেছে বিএনপি। দেশে পোস্টাল ব্যালট সরবরাহ প্রতীক বরাদ্দের পর করতে ইসিকে পরামর্শ দিয়েছে দলটি। নির্বাচনে সবার জন্য সমান সুযোগ তৈরি হয়েছে কি না–এ প্রশ্নে মির্জা ফখরুল সরাসরি উত্তর এড়িয়ে বলেন, ‘আমরা মনে করেছি লেভেল প্লেয়িং ফিল্ডের চেষ্টা তাদের (ইসি) আছে। ছোটখাটো কিছু ত্রুটি আছে, সেগুলো তারা ঠিক করে দিতে পারবেন বলে আমরা বিশ্বাস করি।’

/টিই/