শিরোনাম

মৌলভীবাজারে ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর ব্যাখ্যা করলেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক
মৌলভীবাজার
মৌলভীবাজারে ‘আই হ্যাভ এ প্ল্যান’ এর ব্যাখ্যা করলেন তারেক রহমান
বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় বিএনপি চেয়ারম্যান তারেক রহমান (ছবি: সিটিজেন জার্নাল)

লন্ডনে নির্বাসিত জীবন কাটিয়ে দেশে ফেরার দিন যে ‘আই হ্যাভ এ প্ল্যান’ বলেছিলেন, সেই পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন, সেই প্ল্যানের একটি বড় অংশ হচ্ছে আমাদের দেশের বেকার যুবকরা শিক্ষিত, অল্প শিক্ষিত কিংবা অর্ধশিক্ষিত– সবার জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা, যাতে তারা নিজের পায়ে দাঁড়াতে পারে এবং একটি শক্ত ভিত্তির ওপর জীবন গড়ে তুলতে পারে।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিকাল সাড়ে ৩টার দিকে মৌলভীবাজার জেলার শেরপুরের আইনপুর খেলার মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় এ কথা বলেন তারেক রহমান।

ছবি: সিটিজেন জার্নাল
ছবি: সিটিজেন জার্নাল

যুবসমাজকে শুধু চাকরির সুযোগ নয়, দক্ষ জনশক্তিতে রূপান্তরের পরিকল্পনার কথা তুলে ধরে তিনি বলেন, বিদেশে কাজ করতে আগ্রহীদের আধুনিক প্রশিক্ষণ ও সংশ্লিষ্ট দেশের ভাষা শিক্ষা দিয়ে পাঠানো হবে। আপনারা লন্ডনে যান, মধ্যপ্রাচ্যে যান বা বিশ্বের অন্য কোনো দেশে যান– ট্রেনিং আর ভাষা জানা থাকলে আপনার আয় বাড়বে। আমরা সেই ব্যবস্থাই করতে চাই।

চা-শ্রমিকদের প্রসঙ্গ টেনে তারেক রহমান বলেন, মৌলভীবাজার এলাকায় প্রায় ১৩০টি চা-বাগান রয়েছে, যেখানে বিশেষ করে নারী শ্রমিকরা চরম কষ্টের মধ্যে দিন কাটান। তাদের আয় সংসার চালানোর জন্য যথেষ্ট নয় উল্লেখ করে তিনি বলেন, এসব পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে। এই কার্ডের মাধ্যমে খাদ্য সহায়তা বা নগদ সহায়তা দেওয়া হবে, যাতে তারা সম্মানের সঙ্গে সংসার চালাতে পারেন।

তারেক রহমান বলেন, চা-শ্রমিকদের পাশাপাশি দিনমজুর, শ্রমিক ও কৃষকদের পরিবার– বিশেষ করে তাদের স্ত্রীরাও এই ফ্যামিলি কার্ডের আওতায় আসবেন। কৃষকদের জন্য কৃষি কার্ডের পাশাপাশি দেশের প্রতিটি পরিবারের কাছে ফ্যামিলি কার্ড পৌঁছে দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

ধর্মীয় নেতাদের জন্য রাষ্ট্রীয় সম্মানীর ভাবনার কথাও তুলে ধরেন বিএনপি চেয়ারম্যান। তিনি বলেন, আমাদের সমাজের যারা সুখে-দুঃখে, জীবনে-মৃত্যুতে আমাদের পাশে থাকেন মসজিদের ইমাম, খতিব ও মোয়াজ্জিনরা। তাদের জন্য সরকারের পক্ষ থেকে সম্মানীর ব্যবস্থা করতে চাই। তারা যেন আত্মসম্মান নিয়ে সমাজে বসবাস করতে পারেন।

তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি রাষ্ট্র গড়তে চায়, যেখানে কৃষক, শ্রমিক, নারী, যুবক এবং ধর্মীয় নেতাসহ সব শ্রেণির মানুষ সম্মান ও নিরাপত্তার সঙ্গে জীবনযাপন করতে পারবেন।

জনসভায় বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

/এসএ/