শিরোনাম

রাজপথ থেকে আমরা থিম সং লঞ্চ করতে চেয়েছি: আসিফ মাহমুদ

নিজস্ব প্রতিবেদক
রাজপথ থেকে আমরা থিম সং লঞ্চ করতে চেয়েছি: আসিফ মাহমুদ
শনিবার ন্ধ্যায় রাজধানীর শাহবাগে (শহীদ হাদি চত্বর) জাতীয় জাদুঘরের সামনে এনসিপি'র নির্বাচনী ও গণভোটের থিম সং প্রকাশ করার সময় আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

রাজপথ থেকে আমরা থিম সং লঞ্চ করতে চেয়েছি বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

শনিবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় রাজধানীর শাহবাগে (শহীদ হাদি চত্বর) জাতীয় জাদুঘরের সামনে এনসিপি'র নির্বাচনী ও গণভোটের থিম সং প্রকাশ করার সময় তিনি এ কথা বলেন।

আসিফ মাহমুদ বলেন, ‘যেখান থেকে আমাদের জন্ম হয়েছে, সেই রাজপথ থেকে আমরা এনসিপি'র নির্বাচনী ও গণভোটের থিম সং লঞ্চ করতে চেয়েছি। আমরা ফাইভ স্টার হোটেল ভাড়া করে সেলিব্রিটিদেরকে এনে লঞ্চ করতে পারিনি।’

তিনি বলেন, ‘আমরা মনে করছি এখানে সমাজের বিভিন্ন শ্রেণীপেশার মানুষ যারা আছেন, আমাদের হরিজন সম্প্রদায়ের মানুষজন আছেন, আমরা তাদেরকে রিপ্রেজেন্ট করে থিম সং লঞ্চ করতে চেয়েছি। এমন কোনো জায়গায় লঞ্চ করতে চাইনি, যেখানে তাদের অনুপ্রবেশের অধিকার নেই।’

প্রসঙ্গত, আজ সন্ধ্যা ৫ টা ৩৭ মিনিটের সময় মাদুর পেতে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনী ও গণভোটের থিম সং প্রকাশ করা হয়েছে।

/এসএ/