শিরোনাম

আমাকে মাননীয় বলবেন না: তারেক রহমান

সিটিজেন-ডেস্ক
আমাকে মাননীয় বলবেন না: তারেক রহমান
আজ রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান (ছবি: সিটিজেন জার্নাল)

বিএনপির নতুন চেয়ারম্যান তারেক রহমান সাংবাদিকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে বলেছেন, তার নামের আগে ‘মাননীয়’ সম্বোধন ব্যবহার না করতে। শনিবার (১০ জানুয়ারি) রাজধানীর বনানীর শেরাটন হোটেলে সিনিয়র সাংবাদিক ও সম্পাদকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।

সভাস্থলে এক সাংবাদিকনেতা তাকে ‘মাননীয়’ বলে সম্বোধন করলে প্রতিক্রিয়ায় তারেক রহমান বলেন, ‘দয়া করে আমার নামের আগে মাননীয় সম্বোধন করবেন না।’

এই সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলতে গিয়ে বিএনপি চেয়ারম্যান বলেন, ‘হিংসা বা প্রতিহিংসা কখনো ভালো কিছু বয়ে আনে না। মতপার্থক্য থাকতেই পারে, তবে তা যেন মতবিভেদে রূপ না নেয়।’ দলমত নির্বিশেষে সবাই মিলে সমস্যা সমাধান সম্ভব বলে মন্তব্য করেন তিনি।

ভবিষ্যতের সাংবাদিকতা প্রসঙ্গে তারেক রহমান বলেন, ‘দেশে সাংবাদিকতার স্বাধীনতা নিশ্চিত থাকবে। তিনি বলেন, ‘আমরা পাঁচ আগস্টের আগের পরিস্থিতিতে ফিরে যেতে চাই না। সেই সময়ে ফিরে যাওয়ার কোনোই কারণ নেই।’

অনুষ্ঠানে তারেক গত ১৬ বছরে সাংবাদিকদের ওপর নির্যাতনের কথাও উল্লেখ করেন (ছবি সিটিজেন জার্নাল)
অনুষ্ঠানে তারেক গত ১৬ বছরে সাংবাদিকদের ওপর নির্যাতনের কথাও উল্লেখ করেন (ছবি সিটিজেন জার্নাল)

নিজের দীর্ঘ প্রবাসজীবনের কথা উল্লেখ করে তিনি বলেন, ‘আমি দীর্ঘদিন দেশে থাকতে পারিনি, কিন্তু সারাক্ষণই মন দেশেই ছিল। সব সময় যোগাযোগ রেখেছি, সবার তথ্য রাখার চেষ্টা করেছি।’

তিনি গত ১৬ বছরে সাংবাদিকদের ওপর নির্যাতনের কথাও উল্লেখ করেন। পাশাপাশি তার নেতাকর্মী এবং তার মায়ের ওপর নির্যাতনের ঘটনাগুলোকেও বড় উদাহরণ হিসেবে তুলে ধরেন।

দেশের পরিবেশ পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তারেক রহমান বলেন, ‘একের পর এক নদী দূষিত হচ্ছে।’ এ সমস্যার সমাধানে জাতীয় সংসদ ও বিভিন্ন সেমিনারে বিস্তারিত আলোচনা হওয়া উচিত বলে মন্তব্য করেন তিনি।

নতুন প্রজন্মের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘নতুন প্রজন্ম আশাবাদী হয়ে আছে। তাদের সব প্রত্যাশা হয়তো পূরণ করা সম্ভব নয়। তবে সবাই এক হয়ে কাজ করলে জাতিকে সঠিক পথে পরিচালিত করা সম্ভব।’

/এস/