শিরোনাম

ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী সেল গঠন

নিজস্ব প্রতিবেদক
ঢাকা-১৬ আসনে বিএনপি প্রার্থীর নির্বাচনী সেল গঠন
ঢাকা-১৬ আসনে বিএনপির মনোনীত প্রার্থী আমিনুল হক। ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনী সেল গঠন করেছেন ঢাকা-১৬ (রূপনগর ও পল্লবী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থী আমিনুল হক।

নির্বাচনী কার্যক্রম সুষ্ঠু ও সুচারুরূপে পরিচালনা, দলীয় কর্মকাণ্ডের সমন্বয় এবং আইনগত সহায়তা নিশ্চিত করার লক্ষ্যে এ নির্বাচনী সেল গঠন করা হয়েছে।

শুক্রবার (১৬ জানুয়ারি) আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।

গঠিত কমিটিতে অ্যাডভোকেট নজরুল ইসলাম ভূঁইয়াকে আহ্বায়ক, অ্যাডভোকেট আলী আসরাফ লিটনকে সদস্য সচিব এবং ড. এ এস এম কাদের কিবরিয়াকে সমন্বয়ক করা হয়েছে।

এছাড়া কমিটিতে আরও ১৩ আইনজীবীকে সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে। তারা হলেন– এ্যাডভোকেট মোজাম্মেল হোসেন, মোল্লা মনির আহমেদ মুকুল, মো. রাশেদুল হক, আব্দুর রাজ্জাক লিটন, মো. রফিকুল আলম (শিপন), মো. ইউসুফ, মো. মোশাররফ জাওয়েদ (গুড্ডু), শমসের আলী খান, মোখলেছুর রহমান বাবু, আবুল বাসার লিটন, হাসান ইসলাম মনির, কায়েদী আজম এবং জিয়াউল হক জিয়া।

কমিটির কার্যাবলীর মধ্যে রয়েছে– নির্বাচনী কার্যক্রমসংক্রান্ত সকল আইনগত বিষয়ে পরামর্শ প্রদান ও বাস্তবায়নে সহায়তা, নির্বাচনী আচরণবিধি সম্পর্কে নেতাকর্মীদের দিকনির্দেশনা প্রদান এবং নির্বাচন কমিশনের বিধি-বিধান অনুসরণ নিশ্চিত করা।

প্রয়োজনে কমিটিতে নতুন সদস্য অন্তর্ভুক্ত করার ক্ষমতাও এই নির্বাচনী সেলের থাকবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

আমিনুল হক আশা প্রকাশ করেন, এই নির্বাচনী সেলের মাধ্যমে ঢাকা-১৬ আসনে দলীয় নির্বাচন কার্যক্রম আরও গতিশীল ও সংগঠিত হবে।

/জেএইচ/