ব্রেকিং
সোহরাওয়ার্দী উদ্যানে চলছে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন

রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন আজ শনিবার (১৫ নভেম্বর) সকালে আনুষ্ঠানিক শুরু হয়েছে। এটি চলবে বেলা ২ টা পর্যন্ত। এতে বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেম-ওলামারা যোগ দিয়েছেন।

গত সপ্তাহে আইন-শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে আলেম-ওলামাদের এই মহাসমাবেশকে ঘিরে যাতে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা বা কোন নাশকতামূলক ঘটনা না ঘটে সে বিষয়ে আইন-শৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

শৃঙ্খলার দায়িত্বে ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর ভলান্টিয়ার দল
শৃঙ্খলার দায়িত্বে ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর ভলান্টিয়ার দল

জানা গেছে, মহাসমাবেশে দেশ-বিদেশি অনেক আলেম এই সম্মেলনে যোগ দিয়েছেন। তাদের মধ্যে রয়েছেন, পাকিস্তানের জাতীয় পরিষদের সদস্য ও জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান, পাকিস্তানের ইসলামি চিন্তাবিদ মাওলানা ইলিয়াস গুম্মান, পাকিস্তানের বেফাকুল মাদারিসিল আরাবিয়ার মহাসচিব মাওলানা হানিফ জালন্দরি, পাকিস্তানের ইউসুফ বিন্নুরি টাউন মাদ্রাসার নায়েবে মুহতামিম আহমাদ ইউসুফ বিন্নুরি; ভারতের দারুল উলুম দেওবন্দের মুহতামিম মুফতি আবুল কাসেম নোমানি, জমিয়তে উলামায়ে হিন্দের সভাপতি মাওলানা মাহমুদ মাদানী, ইন্টারন্যাশনাল খতমে নবুয়ত মুভমেন্ট, সৌদি আরবের নায়েবে আমির শায়খ আবদুর রউফ মাক্কি, মিসরের আল-আজহার ইউনিভার্সিটির অধ্যাপক শায়খ মুসআব নাবিল ইবরাহিম।

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে।

কানায় কানায় পূর্ণ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান
কানায় কানায় পূর্ণ রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান

সরেজমিনে দেখা গেছে, সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের আয়োজিত এ মহাসম্মেলনে অংশ নিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে লাখো মানুষ পায়ে হেঁটে, নিজস্ব যানবাহনে, বাসে ও মেট্রোরেলে রাজধানীতে ছুটে আসছেন। আলেম-ওলামা, শিক্ষার্থী, ধর্মপ্রাণ মুসল্লি ও নানা শ্রেণি-পেশার মানুষের উপস্থিতিতে পুরো উদ্যান এক জনসমুদ্রে পরিণত হয়েছে। এই সম্মেলনকে কেন্দ্র করে সোহরাওয়ার্দী উদ্যানের আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে শৃঙ্খলার দায়িত্বে রয়েছেন ‘খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ’-এর ভলান্টিয়ার দল। সম্মেলনে বিএনপি ও জামায়াতে ইসলামীর পাশাপাশি ইসলামপন্থী দলগুলোর নেতাদেরও সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগে বিক্ষিপ্তভাবে হলেও এবারই প্রথম আন্তর্জাতিক খতমে নবুওয়ত মহাসম্মেলন হচ্ছে। বাংলাদেশসহ পাঁচটি দেশের আলেমরা এই মহাসম্মেলনে যোগ দেন।

মহাসম্মেলনে সভাপতিত্ব করছেন সম্মিলিত খতমে নবুয়ত পরিষদের আহ্বায়ক ও খতমে নবুয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশের আমির মধুপুরের পীর মাওলানা আবদুল হামিদ।

খতমে নবুয়াত আন্তর্জাতিক সম্মেলনে ধর্মপ্রাণ মানুষের ঢল
খতমে নবুয়াত আন্তর্জাতিক সম্মেলনে ধর্মপ্রাণ মানুষের ঢল

সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের উদ্যোগে এই মহাসম্মেলন হচ্ছে। খতমে নবুওয়ত সংরক্ষণ কমিটি বাংলাদেশ এই মহাসম্মেলনের তত্ত্বাবধান করছে।

সারা দেশের বিভিন্ন স্থানে অসংখ্য মুসল্লিরা এই মহাসমাবেশে যোগদান করেছেন। সকালে খন্ড খন্ড মিছিল সহকারে সমাবেশে যোগ দিতে দেখা গেছে।