শিরোনাম

সরস্বতী পূজা আজ

নিজস্ব প্রতিবেদক
সরস্বতী পূজা আজ
সনাতন ধর্মাবলম্বীদের বিদ্যার দেবী সরস্বতী। ছবি: সিটিজেন জার্নাল

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা আজ। বিদ্যা ও সংগীতের দেবী সরস্বতীর আরাধনার জন্য এটি আয়োজন করা হয়। ধর্মীয় বিশ্বাস অনুযায়ী, মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে শুভ্র রাজহাঁসের ওপর চড়ে সরস্বতী পৃথিবীতে অবতরণ করেন।

দিনটি ঘিরে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, মন্দির ও বাড়িতে সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে। পূজা শেষে ভক্তরা অঞ্জলি প্রদান করবেন। শিশুদের জন্যও বিশেষ হাতেখড়ির আয়োজন থাকে। বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর জানিয়েছেন, ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে সকাল ১০টায় পূজা অনুষ্ঠিত হবে।

প্রতিবছর সরস্বতী পূজা উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে উৎসবের আয়োজন করা হয়। এ বছরও তার ব্যতীক্রম নয়। চলতি বছর জগন্নাথ হল প্রশাসনের কেন্দ্রীয় পূজাসহ ৭৬টি মণ্ডপে আয়োজন করা হয়েছে। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৭৪টি বিভাগ ও ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সরাসরি অংশ নিচ্ছেন। সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত পুষ্পাঞ্জলি দেওয়া হবে। এরপর প্রসাদ বিতরণ এবং আগত অতিথিদের আপ্যায়ন করা হবে। সন্ধ্যার দিকে থাকবে বিশেষ আয়োজন।

সরেজমিনে দেখা যায়, জগন্নাথ হলের পুরো মাঠের চারপাশে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউট মণ্ডপ স্থাপন করেছে। হলের পুকুরে চারুকলা ইনস্টিটিউট, উপাসনালয়ে হল প্রশাসন এবং পুকুরপারে জগন্নাথ হলের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে যুবাদের সংগঠনের পক্ষ থেকে একটি মণ্ডপের আয়োজন করা হয়েছে।

এ বছর সাংবাদিকতা বিভাগের মণ্ডপসজ্জায় রয়েছে ব্যতিক্রমী আয়োজন। দেশের গণমাধ্যমের ওপর চলমান নিষ্পেষণ, মব ভায়োলেন্স নিয়ে থিম রাখা হয়েছে সজ্জায়।

হল প্রশাসন জানায়, পুরো জগন্নাথ হল এলাকা সিসি ক্যামেরার আওতায় থাকবে। প্রবেশপথে মেটাল ডিটেক্টরসহ আধুনিক প্রযুক্তি ব্যবহার করা হবে। পূজায় দর্শনার্থীদের জন্য বিশেষ আয়োজনও রাখা হয়েছে। হল প্রাঙ্গণের ভিতরে শিশু-কিশোরদের চিত্তবিনোদনের জন্য বিভিন্ন রাইড, খেলনা এবং খাবারের দোকানের ব্যবস্থা করা হয়েছে।

/জেএইচ/