ব্রিসবেন ইন্টারন্যাশনালে নারী এককের সেমিফাইনালে ক্যারোলিনা মুচোভাকে হারিয়ে ফাইনালে উঠেছে অ্যারিনা সাবালাঙ্কা। শনিবার (১০ জানুয়ারি) ফাইনালে উঠার লড়াইয়ে সাবালেঙ্কা ৬-৩ ও ৬-৪ সেটে হারান মুচোভাকে। শিরোপা লড়াইয়ে মার্তা কোস্তিউকের মুখোমুখি হবেন সাবালেঙ্কা।