নাসীরুদ্দীনের উপর আবারও ডিম নিক্ষেপ

নাসীরুদ্দীনের উপর আবারও ডিম নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১১-দলীয় ঐক্যের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় আবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকার হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পথসভা চলাকালে তিনি ঢাকা-৮ ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। হাবিবুল্লাহ বাহারে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, জনগণকে বলব ১২ তারিখে ব্যালটের রায় দিন। শাপলাকলিতে ভোট দিয়ে আপনারা জনগণের পক্ষে এই ধরনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, নতুনভাবে বাংলাদেশ গঠন করুন।’
তিনি আরও বলেন, ‘হাবিবুল্লাহ বাহারে দুর্নীতির আখড়া রয়েছে। ইনশাআল্লাহ আমরা ভেঙে দিব। হাবিবুল্লাহ বাহারে যারা দলীয় গুন্ডা হিসেবে ব্যবহার হচ্ছে, আমরা প্রশাসনকে বলব দলীয় গুন্ডাদেরকে ক্যাম্পাস থেকে বের করেন।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সারাদেশে বিএনপি, ছাত্রদল, যুবদলের যে সকল গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, আপনারা সবাই রুখে দাঁড়ান। জয় আমাদের হবে ইনশাল্লাহ।’
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় তিনি নির্বাচনী প্রচারের পথসভায় অংশ নিয়েছিলেন। এ ঘটনায় নাসীরুদ্দীন এবং তার সঙ্গে থাকা নেতা–কর্মীরা কেউ আহত হননি। ঘটনার পর পরই সেদিন দ্রুত কর্মসূচি শেষ করে তারা পরীবাগ এলাকায় চলে যান।
এনসিপির নিন্দা ও উদ্বেগ প্রকাশ
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটি প্রধান মাহাবুব আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা প্রকাশ্যে ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দিয়ে সহিংসতা চালায়। যা প্রমাণ করে এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। এর আগেও গত ২৩ জানুয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় একই কায়দায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলা স্পষ্টতই প্রমাণ করে এগুলো পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
এনসিপি মনে করে, এ ধরনের হামলা শুধু একজন প্রার্থীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে না, বরং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকেও মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানিয়েছে এনসিপি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১১-দলীয় ঐক্যের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় আবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকার হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পথসভা চলাকালে তিনি ঢাকা-৮ ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। হাবিবুল্লাহ বাহারে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, জনগণকে বলব ১২ তারিখে ব্যালটের রায় দিন। শাপলাকলিতে ভোট দিয়ে আপনারা জনগণের পক্ষে এই ধরনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, নতুনভাবে বাংলাদেশ গঠন করুন।’
তিনি আরও বলেন, ‘হাবিবুল্লাহ বাহারে দুর্নীতির আখড়া রয়েছে। ইনশাআল্লাহ আমরা ভেঙে দিব। হাবিবুল্লাহ বাহারে যারা দলীয় গুন্ডা হিসেবে ব্যবহার হচ্ছে, আমরা প্রশাসনকে বলব দলীয় গুন্ডাদেরকে ক্যাম্পাস থেকে বের করেন।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সারাদেশে বিএনপি, ছাত্রদল, যুবদলের যে সকল গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, আপনারা সবাই রুখে দাঁড়ান। জয় আমাদের হবে ইনশাল্লাহ।’
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় তিনি নির্বাচনী প্রচারের পথসভায় অংশ নিয়েছিলেন। এ ঘটনায় নাসীরুদ্দীন এবং তার সঙ্গে থাকা নেতা–কর্মীরা কেউ আহত হননি। ঘটনার পর পরই সেদিন দ্রুত কর্মসূচি শেষ করে তারা পরীবাগ এলাকায় চলে যান।
এনসিপির নিন্দা ও উদ্বেগ প্রকাশ
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটি প্রধান মাহাবুব আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা প্রকাশ্যে ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দিয়ে সহিংসতা চালায়। যা প্রমাণ করে এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। এর আগেও গত ২৩ জানুয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় একই কায়দায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলা স্পষ্টতই প্রমাণ করে এগুলো পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
এনসিপি মনে করে, এ ধরনের হামলা শুধু একজন প্রার্থীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে না, বরং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকেও মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানিয়েছে এনসিপি।

নাসীরুদ্দীনের উপর আবারও ডিম নিক্ষেপ
নিজস্ব প্রতিবেদক

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক ও ১১-দলীয় ঐক্যের ঢাকা-৮ আসনের প্রার্থী নাসীরুদ্দীন পাটওয়ারীর পথসভায় আবার ডিম নিক্ষেপের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুর সোয়া ১২টার দিকে রাজধানীর শান্তিনগর এলাকার হাবিবুল্লাহ বাহার কলেজের সামনে এ ঘটনা ঘটে।
পথসভা চলাকালে তিনি ঢাকা-৮ ধানের শীষের প্রার্থী বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসের প্রতি কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ‘সন্ত্রাসী কার্যক্রম বন্ধ করেন। হাবিবুল্লাহ বাহারে যারা সন্ত্রাসী কার্যক্রম চালাচ্ছে, জনগণকে বলব ১২ তারিখে ব্যালটের রায় দিন। শাপলাকলিতে ভোট দিয়ে আপনারা জনগণের পক্ষে এই ধরনের যে গণজোয়ার সৃষ্টি হয়েছে, নতুনভাবে বাংলাদেশ গঠন করুন।’
তিনি আরও বলেন, ‘হাবিবুল্লাহ বাহারে দুর্নীতির আখড়া রয়েছে। ইনশাআল্লাহ আমরা ভেঙে দিব। হাবিবুল্লাহ বাহারে যারা দলীয় গুন্ডা হিসেবে ব্যবহার হচ্ছে, আমরা প্রশাসনকে বলব দলীয় গুন্ডাদেরকে ক্যাম্পাস থেকে বের করেন।’
নাসীরুদ্দীন পাটওয়ারী বলেন, ‘সারাদেশে বিএনপি, ছাত্রদল, যুবদলের যে সকল গুন্ডারা সন্ত্রাসী কার্যক্রম শুরু করেছে, আপনারা সবাই রুখে দাঁড়ান। জয় আমাদের হবে ইনশাল্লাহ।’
এর আগে শুক্রবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় সিদ্ধেশ্বরীর গোল্ডেন প্লাজা গলি এলাকায় নাসীরুদ্দীন পাটওয়ারীর উপর পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ওই সময় তিনি নির্বাচনী প্রচারের পথসভায় অংশ নিয়েছিলেন। এ ঘটনায় নাসীরুদ্দীন এবং তার সঙ্গে থাকা নেতা–কর্মীরা কেউ আহত হননি। ঘটনার পর পরই সেদিন দ্রুত কর্মসূচি শেষ করে তারা পরীবাগ এলাকায় চলে যান।
এনসিপির নিন্দা ও উদ্বেগ প্রকাশ
নাসীরুদ্দীন পাটওয়ারীর ওপর হামলার ঘটনায় গভীর নিন্দা ও উদ্বেগ প্রকাশ করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। মঙ্গলবার (২৭ জানুয়ারি) এনসিপির নির্বাচনী মিডিয়া উপ-কমিটি প্রধান মাহাবুব আলম স্বাক্ষরিত এক বিবৃতিতে এ নিন্দা জানানো হয়।
বিবৃতিতে বলা হয়েছে, হামলাকারীরা প্রকাশ্যে ‘ধানের শীষ, ধানের শীষ’ স্লোগান দিয়ে সহিংসতা চালায়। যা প্রমাণ করে এটি একটি পূর্বপরিকল্পিত রাজনৈতিক সন্ত্রাস। এর আগেও গত ২৩ জানুয়ারি নাসীরুদ্দীন পাটওয়ারীর নির্বাচনী প্রচারের পথসভায় একই কায়দায় ময়লা পানি ও ডিম নিক্ষেপের ঘটনা ঘটে। ধারাবাহিক এসব হামলা স্পষ্টতই প্রমাণ করে এগুলো পরিকল্পিত ও উদ্দেশ্যপ্রণোদিত।
এনসিপি মনে করে, এ ধরনের হামলা শুধু একজন প্রার্থীর নিরাপত্তাকে হুমকির মুখে ফেলছে না, বরং একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনকেও মারাত্মকভাবে প্রশ্নবিদ্ধ করছে। এই ঘটনার অবিলম্বে নিরপেক্ষ তদন্ত করে হামলাকারীদের নির্বাচন কমিশনের কাছে জোরালো দাবি জানিয়েছে এনসিপি।




