ক্লাব বিশ্বকাপ জেতানো কোচ এনজো মারেস্কাকে কয়েকদিন আগে বরখাস্ত করেছে চেলসি। তার জায়গায় সাবেক ইংলিশ ফুটবলার লিয়াম রোজেনিয়রকে কোচের দায়িত্ব দিয়েছে ব্লুজদের বোর্ড। রোজেনিয়র জানিয়েছেন, চেলসির ডাগ আউটে দাঁড়াতে পারা তার জন্য সম্মানের।
দায়িত্ব নিয়ে এলোমেলো চেলসিকে গুছিয়ে এনেছিলেন। তার অধীনে উয়েফা কনফারেনস লিগ জয়ের পর যুক্তরাষ্ট্রে আয়োজিত প্রথম ক্লাব বিশ্বকাপের শিরোপাও জেতে চেলসি। তবে ইদানীং চেলসির সময়টা ভালো যাচ্ছে না।