
এনইআইআর বাস্তবায়নের নামে নেওয়া সিদ্ধান্তের ফলে দেশের প্রায় ২০ হাজার ক্ষুদ্র ও মাঝারি মোবাইল ব্যবসায়ী ঝুঁকির মুখে। এর ফলে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে প্রায় ২৫ লাখ মানুষের জীবন ও জীবিকা আজ চরম অনিশ্চয়তার মুখে পড়েছে।

মোবাইল ফোনের মূল্য সাধারণ ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে আমদানি শুল্ক কমিয়েছে সরকার। মঙ্গলবার (১৩ জানুয়ারি) জাতীয় রাজস্ব বোর্ডের জারি করা এক প্রজ্ঞাপণে বলা হয়েছে– মোবাইল ফোন আমদানিতে কাস্টমস ডিউটি ২৫ শতাংশ থেকে কমিয়ে ১০ শতাংশ করা হয়েছে। এতে বিদ্যমান আমদানি শুল্ক ৬০ শতাংশ কমেছে।

রাজধানীর কারওয়ান বাজার মোড় এলাকায় মোবাইল ব্যবসায়ীদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষে রণক্ষেত্র পরিস্থিতি তৈরি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশের পাশাপাশি র্যাব ও সেনাবাহিনী কাজ করছে।