শিরোনাম

এনইআইআর কেন অবৈধ হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল

সিটিজেন-ডেস্ক­
এনইআইআর কেন অবৈধ হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল
এনইআইআর কেন অবৈধ হবে না জানতে চেয়ে হাইকোর্টের রুল (ছবি: সংগৃহীত)

বাধ্যতামূলকভাবে ন্যাশনাল ইকুইপমেন্ট আইডেন্টিটি রেজিস্টার (এনইআইআর) চালু কেন অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। ৩০ দিনের মধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ রুলের জবাব দিতে বলা হয়েছে।

২০ জানুয়ারি বিচারপতি রাজিক আল জলিল ও বিচারপতি আনোয়ারুল ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিটের শুনানি শেষে এ আদেশ দেন। মোবাইল বিজনেস কমিউনিটি বাংলাদেশের (এমবিসিবি) সিনিয়র সহসভাপতি শামীম মোল্লা রিটটি দায়ের করেন। রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার ইমরান সিদ্দিক।

শুনানি শেষে ব্যারিস্টার ইমরান সিদ্দিক সাংবাদিকদের জানান, এনইআইআর ব্যবস্থা কেন অবৈধ ঘোষণা করা হবে না-এ মর্মে আদালত রুল জারি করেছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং ডাক ও টেলিযোগাযোগ বিভাগকে ৩০ দিনের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

উল্লেখ্য, তিন মাস স্বয়ংক্রিয়ভাবে মোবাইল হ্যান্ডসেট নিবন্ধন এবং ব্যবসায় কোনো বাধা না দেওয়ার প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে মোবাইল ব্যবসায়ীরা গত ১ জানুয়ারি থেকে দোকান বন্ধ রেখে মুঠোফোন বিক্রি স্থগিত রেখেছিলেন।

/টিই/