ব্রেকিং
নরসিংদীতে মহান বিজয় দিবস পালিত
শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শ্রদ্ধা নিবেদন করেন নরসিংদী জেলা প্রশাসকসহ অন্যরা। ছবি: সিটিজেন জার্নাল

নরসিংদীতে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে মহান বিজয় দিবস। দিবসটি উপলক্ষে মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়। এদিন সকাল সাড়ে ৮ টায় নরসিংদী স্টেডিয়ামে জাতীয় পতাকা উত্তোলন, শিক্ষাপ্রতিষ্ঠানের সম্মিলিত কুচকাওয়াজ প্রদর্শন, সালাম গ্রহণ এবং মনমুগ্ধকর ডিসপ্লে অনুষ্ঠিত হয়েছে।

এর আগে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে নরসিংদী কালেক্টরেট ঈদগাহ ময়দানে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসটির শুভ সূচনা করা হয়। সকাল ১১টার দিকে জেলা শিল্পকলা একাডেমিতে বীর মুক্তিযোদ্ধাদের সম্মানে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নরসিংদীর ডিসি মোহাম্মদ আনোয়ার হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন এসপি আব্দুল্লাহ আল-ফারুকসহ বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, মুক্তিযোদ্ধা সংসদ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের ব্যক্তিরা।

বিকালে শিশুদের অংশগ্রহণে মুক্তিযুদ্ধভিত্তিক রচনা, আবৃত্তি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান, পৌরপার্কে তিনদিন ব্যাপী বিজয় মেলা উদ্বোধন, মহিলা ক্রীড়া সংস্থার উদ্যোগে ক্রীড়া অনুষ্ঠান এবং নরসিংদী জেলা স্টেডিয়ামে প্রীতি ফুটবল খেলা ছিল উল্লেখ্যযোগ্য।