ব্রেকিং
নওগাঁয় জাতীয় পার্টির গোপন বৈঠক পণ্ড
অফিস কক্ষ ভাঙচুর। ছবি: সংগৃহীত

নওগাঁয় জাতীয় পার্টির গোপন বৈঠক পণ্ড করে দিয়েছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে শহরের উপকিলপাড়ায় দলটির জেলা কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট তোফাজ্জল হোসেনের অফিসে এ ঘটনা ঘটে।

খোঁজ নিয়ে জানা যায়, দুপুর ১টার দিকে বৈঠকের উদ্দেশ্যে কিছু নেতাকর্মী দলটির জেলা কমিটির আহ্বায়ক তোফাজ্জল হোসেনের বাসায় জড়ো হয়। বিষয়টি টের পেয়ে সেখানে উপস্থিত হয়ে স্লোগান দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থীরা। অবস্থা বেগতিক দেখে জাতীয় পার্টির নেতাকর্মীরা পালিয়ে যান। পরে অফিস কক্ষে ঢুকে দলটির প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের কিছু ছবি, দলীয় প্রতীক লাঙ্গল ভাঙচুর করেন ছাত্র-জনতা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন নওগাঁর নেতা ফজলে রাব্বি বলেন, ‘নওগাঁকে অস্থিতিশীল করার জন্য আজকে তারা বৈঠক করছিল। সে খবর পেয়ে আমরা ছাত্র-জনতা তাদের বাধা দেই। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালিয়ে যায়। জাতীয় পার্টি বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে সর্বোচ্চ সহযোগিতা করেছে। তাদের কোনো কার্যক্রম বাংলাদেশে থাকতে পারে না।’