জামিন পেলেন স্ত্রী ও ছেলেকে হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম

জামিন পেলেন স্ত্রী ও ছেলেকে হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি স্ত্রী ও নয় মাসের ছেলেকে হারানো নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, আদালত মানবিক বিবেচনায় সাদ্দামকে জামিন দিয়েছেন।
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার পাশেই পাশেই নিথর অবস্থায় পড়েছিল স্বর্ণালীর ৯ মাসের শিশু নাজিম হোসেনের লাশ। পুলিশ ও নিহতের পরিবারের দাবি, হতাশাগ্রস্ত হয়ে শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বর্ণালী।
স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তির জন্য যশোর জেলা কারাগারের জেলারের কাছে সাদ্দামের স্বজনেরা আবেদন করেছিলেন। কিন্তু প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে দূর থেকে তাঁকে শেষবার মৃত স্ত্রী সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়।
শনিবার (২৪ জানুয়ারি) বাগেরহাটে পারিবারিক কবরস্থানে সাদ্দাসের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী এবং তাদের ছেলে নাজিম হোসেনকে পাশাপাশি দাফন করা হয়েছে।

সম্প্রতি স্ত্রী ও নয় মাসের ছেলেকে হারানো নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, আদালত মানবিক বিবেচনায় সাদ্দামকে জামিন দিয়েছেন।
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার পাশেই পাশেই নিথর অবস্থায় পড়েছিল স্বর্ণালীর ৯ মাসের শিশু নাজিম হোসেনের লাশ। পুলিশ ও নিহতের পরিবারের দাবি, হতাশাগ্রস্ত হয়ে শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বর্ণালী।
স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তির জন্য যশোর জেলা কারাগারের জেলারের কাছে সাদ্দামের স্বজনেরা আবেদন করেছিলেন। কিন্তু প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে দূর থেকে তাঁকে শেষবার মৃত স্ত্রী সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়।
শনিবার (২৪ জানুয়ারি) বাগেরহাটে পারিবারিক কবরস্থানে সাদ্দাসের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী এবং তাদের ছেলে নাজিম হোসেনকে পাশাপাশি দাফন করা হয়েছে।

জামিন পেলেন স্ত্রী ও ছেলেকে হারানো সেই ছাত্রলীগ নেতা সাদ্দাম
নিজস্ব প্রতিবেদক

সম্প্রতি স্ত্রী ও নয় মাসের ছেলেকে হারানো নিষিদ্ধঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা জুয়েল হাসান সাদ্দামকে ৬ মাসের জামিন দিয়েছেন হাইকোর্ট। সোমবার হাইকোর্টের বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি আজিজ আহমেদ ভুইয়ার সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।
ছাত্রলীগ নেতা সাদ্দামের জামিনের বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবী সাঈদ আহমেদ রাজা। তিনি বলেন, আদালত মানবিক বিবেচনায় সাদ্দামকে জামিন দিয়েছেন।
বাগেরহাট সদর উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধ সংগঠন) সভাপতি জুয়েল হাসান সাদ্দাম গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর গোপালগঞ্জ থেকে গ্রেপ্তার হন। এরপর থেকে তিনি যশোর কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন।
শুক্রবার (২৩ জানুয়ারি) দুপুরে বাগেরহাট সদর উপজেলার সাবেকডাঙ্গা গ্রামের বাড়ি থেকে সাদ্দামের স্ত্রী কানিজ সুর্বনা স্বর্ণালীর ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। তার পাশেই পাশেই নিথর অবস্থায় পড়েছিল স্বর্ণালীর ৯ মাসের শিশু নাজিম হোসেনের লাশ। পুলিশ ও নিহতের পরিবারের দাবি, হতাশাগ্রস্ত হয়ে শিশু সন্তানকে হত্যার পর আত্মহত্যা করেছেন স্বর্ণালী।
স্ত্রী ও সন্তানের মৃত্যুর ঘটনায় প্যারোলে মুক্তির জন্য যশোর জেলা কারাগারের জেলারের কাছে সাদ্দামের স্বজনেরা আবেদন করেছিলেন। কিন্তু প্যারোলে মুক্তির অনুমতি না পাওয়ায় শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে যশোর কেন্দ্রীয় কারাগারের ফটকে দূর থেকে তাঁকে শেষবার মৃত স্ত্রী সন্তানের মুখ দেখার সুযোগ দেওয়া হয়।
শনিবার (২৪ জানুয়ারি) বাগেরহাটে পারিবারিক কবরস্থানে সাদ্দাসের স্ত্রী কানিজ সুবর্ণা ওরফে স্বর্ণালী এবং তাদের ছেলে নাজিম হোসেনকে পাশাপাশি দাফন করা হয়েছে।




